সম্রাট তপাদার
Published on: আগ ২৫, ২০১৮ @ ২১:৪০
যেহেতু স্কটিসচার্জ কলেজ থেকে ছাত্র পরিষদের মাধ্যমে আমার রাজনীতিতে প্রবেশ.. তাই ছাত্র পরিষদ আমার কাছে একটা আবেগের নাম। শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন ও দেশপ্রেমকে আদর্শ করে ১৯৫৪ সালে ২৮ শে আগষ্ট ডক্টর বিধানচন্দ্র রায়ের আশীর্বাদ নিয়ে অতুল্য ঘোষের তত্ত্বাবধানে ও সাহিত্যিক তারাশঙ্কর বন্ধ্যোপাধ্যায়ের নাম করনে কলকাতার ভারত সভা হলে (বৌবাজার স্ট্রিট) ছাত্র পরিষদ গঠিত হয়। ছাত্র পরিষদের পতাকা তৈরি করেন শ্যামল ভট্টাচার্য্য। প্রথম সভাপতি হিসাবে শপথ নেন মুন্না বাদারিয়া।
পরতর্তীকালে ছাত্র পরিষদ কার্যালয় কলকাতার মহাজাতি সদনে গঠিত হয়। কলকাতার এই ঐতিহাসিক মহাজাতি সদন থেকে ছাত্রদের নিয়ে জাতীয়তাবাদী ভাবনা ও আন্দোলন সারা বাংলা জুড়ে সংগঠিত হয়। বাংলার ছাত্র সমাজ ছাত্র পরিষদকে তাদের আন্দোলনের নাম হিসাবে গ্রহণ করে। মহাজাতি সদন থেকেই বামপন্থীদের বিরুদ্ধে রক্তক্ষয় আন্দোলন শুরু হয়।ছাত্র পরিষদের বহু কর্মী ও নেতা আহত ও নিহত হয়।
১৯৭৭ সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর সিপিএমের অঙ্গুলি হেলনে ছাত্র পারিষদের নেতা ও কর্মীদেরকে ঘার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। পুড়িয়ে ফেলা হয় ছাত্র পরিষদের বহু নথী। কিন্তু তবুও ছাত্র পরিষদকে বাম বিরোধী আন্দোলন থাকে সরিয়ে রাখা যায়নি। আমাদের সময়ও আমরা এসএফআই-এর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রক্তাক্ত হয়েছি এবং সিপিএমের অঙ্গুলি হেলনে জেলও খেটেছি। আমার কাছে ছাত্র পরিষদ মানে বাম বিরোধী একটি শক্তি ও আন্দোলনের নাম। কিন্তু সময় পাল্টেছে… বর্তমানে ছাত্র পরিষদ মানে সিপিএমের দালাল হিসাব পরিনত হয়েছে।
প্রকাশ্যে ছাত্র পরিষদ এসএফআই-কে সাথে নিয়ে বেশ কিছু কলেজে আদর্শহীন রাজনীতি করছে। কোথাও কোথাও আবার এবিভিপিকে সাথে নিয়েও ঘোট পাকাচ্ছ। ছাত্র রাজনীতি রাজনীতির আঙ্গিনায় তৃণমূল ছাত্র পরিষদ নতুন করে বাংলার ছাত্র সমাজকে পথ দেখাচ্ছে। যখন তৃ্ণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি বৈশ্বানরদার থেকে সোনালীদি, শঙ্কু এবং বর্তমানে জয়ারা এসএআই ও এবিভিপির বিরুদ্ধে কলেজে কলেজে ছাত্রদের নিয়ে আন্দোলন সংগঠিত করছে ঠিক সেই সময় বর্তমানে কংগ্রেসের ছাত্র পরিষদ আদর্শকে বাদ দিয়ে সিপিএম, এসএআই এবং এবিভিপির সাথে মাখামাখি করছে।
তাই বাংলার ছাত্র সমাজের কাছে অতীতের গৌরবময় ছাত্র পরিষদ হিসাবে তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠিত। তাই মহাজাতি সদনের অফিসঘর ফিরিয়ে দেওয়া হোক তৃনমূল ছাত্র পরিষদকে। আর ২৮ শে আগষ্ট জাতীর জনক মহাত্মা গান্ধীর পাদদেশে তৃ্ণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে জননেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দিক ও নির্দেশিকা নেবার জন্য আবেদন রাখছি।
চলুন আমরা দেখিয়ে দেই “আমরা ছাত্র আমরা বল, আমরা ছাত্র দল। ”
চলুন আমরা সবাই একসাথে বলি….
তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ।
তৃ্ণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ।
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। (লেখক পরিচিতিঃ সাধারণ সম্পাদক, প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস)
Published on: আগ ২৫, ২০১৮ @ ২১:৪০