মমতার ডাকে ব্রিগেড চলোর প্রচারে বাইক সওয়ারি হয়ে বাইক র‍্যালিতে নেতৃত্ব দিলেন এই বিধায়ক

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                                       ছবি-বাপন ঘোষ

Published on: জানু ১৭, ২০১৯ @ ২১:৪১

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৭ জানুয়ারিঃ গোটা রাজ্যই এখন ব্রিগেডমুখী। অবশ্যই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমাবেশে তাদেরই কর্মী-সমর্থকরা। তারা স্লোগান তুলেছে- ডাক দিয়েছে মমতা/ব্রিগেড চলো জনতা। সেই মতো রাজ্য জুড়ে প্রায় শেষ প্রচার-সমাবেশ-র‍্যালি। আর শেষ মুহূর্তে দলীয় কর্মীর বাইকে সওয়ারি হয়ে কর্মী-সমর্থকদের বাইক র‍্যালিতে নেতৃত্ব দ্দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার এই তৃণমূল কংগ্রেসের বিধায়ক।খড়্গপুর গ্রামীণ এলাকার বিধায়ক দীনেন রায়কে পিছনে বসিয়ে দলের পতাকাকে নিয়ে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার গোপগড় থেকে ধেঁড়ুয়া পর্যন্ত ছুটে চলল বাইকগুলি।

গোপগড়ে র‍্যালির উদ্বোধন করেন মেদিনীপুরের প্রবীণ বিধায়ক মৃগেন মাইতি। এরপর পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক দীনেন রায়ের নেতৃত্বে শুরু হয় বাইক র‍্যালি। রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে তাকে ত্বরান্বিত করতে তাঁর হাতকে শক্ত করতে আগামী লোকসভা নির্বাচনে তাঁর পাশে থাকার আবেদন নিয়ে ছোটা শুরু করে এই বাইক।

Published on: জানু ১৭, ২০১৯ @ ২১:৪১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

77 − 75 =