ভারতীয় রেলের বডি বিল্ডিং দলকে সম্বর্ধনা

খেলা রাজ্য রেল
শেয়ার করুন

এস পি টি নিউজ,হাওড়া,১৭ই এপ্রিল,২০১৮- সম্প্রতি পুনেতে অনুষ্ঠিত সিনিয়ার বডি বিল্ডিং চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহনকারী ভারতীল রেলের ১২ জন সদস্যকে সম্বর্ধণা দিল দক্ষিন পূর্ব রেল। মঙ্গলবার দক্ষিন পূর্ব রেলের সদর দফতর গার্ডেনরীচে এক অনুষ্ঠানে প্রতিযোগীদের সম্বর্ধনা দেন দক্ষিন পূর্ব রেলের আ্যাডিশনেল জেনারেল ম্যানেজার শ্রী অর্নিবান দত্ত। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষদিন পূর্ব রেলওয়ে স্পোর্টস আ্যাসেসিয়েশনের সভাপতি  শ্রী জে কে সাহা।

দক্ষিন পূর্ব রেল সুত্রে খবর প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১২জন সদস্যের মধ্যে ৫ জন দক্ষিন পূর্ব রেলের। সূত্রের খবর দক্ষিন পূর্ব রেলের জে জে চক্রবর্তী ৫৫কেজি বিভাগে স্বর্ন পদক পাওয়া ছাড়াও জাভেদ আলি খান রৌপ ও কুন্দন কুমার গোপ ব্রোঞ্জ পদক লাভ করে। প্রতিযোগিতায় রাম নিবাসকে চ্যাম্পিয়ান অফ চ্যাম্পিয়ান ঘোষণা করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 2