কল্পায় মাইনাস ২, কিন্নরের দুয়ারে এক সপ্তাহে দ্বিতীয়বার পর্যটকদের নিয়ে হাজির কুণ্ডু স্পেশাল

আবহাওয়া দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: এপ্রি ১৪, ২০১৮ @ ২৩:৫৭

এসপিটি নিউজ, কল্পা(কিন্নর), ১৪ এপ্রিলঃ এক সপ্তাহ আগেও সিমলায় আবহাওয়া বেশ খারাপ ছিল। আচমকা বৃষ্টিতে তাপমাত্রার পারদ অনেকটা নেমে গেছিল। কলকাতা থেকে আসা পর্যটকদের মনে সংশয় ঢুকে যায় কিন্নরের দুয়ারে তাহলে বোধহয় অভিজ্ঞতা খুব ভাল হবে না। কিন্তু সব সংশয় দূর করে দিল রৌদ্রজ্জ্বল আবহাওয়া। তার ফলে কল্পায় ঘুরতে যাওয়া পর্যটকরা চোখ ভরে দেখলেন কিন্নর কৈলাসকে। তাপমাত্রার পারদ নেমে যায় মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে। আর এই অনুভূতিকে পর্যটকদের কাছে পৌঁছে দিয়েছে কুণ্ডু স্পেশাল। আজ রবিবার তদের একটি দল যখন কল্পা থেকে  ফিরে  গেল সেইদিনই আর একটি দল রওনা দিচ্ছে সেই কল্পা-কিন্নরের উদ্দেশ্যে।

বৃহস্পতিবার কল্পায় আবহাওয়া ছিল অত্যন্ত দুর্যোগপূর্ণ। কিন্তু ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যায়। শনিবার ও রবিবার কল্পায় তাপমাত্রার পারদ তরতর করে নেমে যায়। শুক্রবার ছিল মাইনাস ৩ ডিগ্রি।  শনিবার সেটা হয় মাইনাস ২ ডিগ্রি।

এমন আবহাওয়ায় পর্যটকদের মধ্যে খুশির আমেজ দেখা যায়। এই পরিস্থিতিতে এখান থেকেই কিন্নর কৈলাসকে চাক্ষুষ করার সৌভাগ্য অর্জন করলেন কলকাতা থেকে আসা পর্যটকরা। কল্পা থেকে পরিষ্কার দেখা গেল এই পর্বতের চূড়াগুলি। দেখা গেল শিবলিঙ্গ। এমনকী পার্বতির চূড়াও। দেখা গেল কল্পা থেকে ৫ কিমি দূরে অবস্থিত পাহাড়ি গ্রাম রোগি। যেখানে কিন্নরিদের দেখা মেলে। গ্রামের  একদিকে পাহাড়ের ধার ঘেঁষে অবস্থান করছে নারায়ণের মন্দির। যা আর একদিকেও দেখা যায়। আছে একটি বৌদ্ধ মন্দিরও। যেখানকার রীতি সত্যি চোখে পড়ার মতো। আজ তাদের নববর্ষ। সেই উপলক্ষে তারা নারায়ণকে পালকির মতো একটি বস্তুতে চাপিয়ে দোলায়। এর মাধ্যমে তারা শক্তি অর্জন করে থাকে। শুক্রবার সেখানে গিয়ে সেই দুর্লভ দৃশ্য দেখার সোভাগ্য হয়।

কল্পাকে কিন্নরের দুয়ার বলা হয়ে থাকে। সেই কল্পায় প্রকৃতির এমন অ্সাধারণ বৈচিত্র্য পর্যটকদের মুগ্ধ করেছে। আগেও সংবাদ প্রভাকর টাইমস একটা বিষয় উল্লেখ করেছে এই মরশুমে কুণ্ডু স্পেশালই একমাত্র ভ্রমণ সংস্থা যারা এক সপ্তাহের ব্যবধানে পরপর দু’বার পর্যটকদের কল্পা কিন্নর দর্শন করানোর বিরল কৃতিত্ব অর্জন করল। যা কলকাতার আর কোনও পর্যটন সংস্থা এই দুর্লভ কৃতিত্ব লাভ করে উঠতে পারেনি।

সিমলায় অনেকেই নিয়ে আসে ঘুরতে। কিন্তু কল্পা কিন্নরের মতো দুর্গম পথে পর্যটকদের ভ্রমণের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে কুণ্ডু স্পেশাল বলা যেতেই পারে এক অধ্যায় তৈরি করল। অন্য ভ্রমণ সংস্থা যেখানে একটা ট্যুর করতেই হিমশিম খেয়ে যায় সেখানে কুণ্ডু যেভাবে এই কল্পা ট্যুর পরিচালনা করছে তা সত্যি দেখার মতো। সংবাদ প্রভাকর টাইমস এর সাক্ষী হয়ে রইল।

আজ যখন কল্পা থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দিয়েছে তখন রাস্তায় আসার সময় কথা হচ্ছিল কয়েকজন পর্যটকদের সঙ্গে। তাদের কয়েকজন তো কলকাতার আর এক নামী ভ্রমণ সংস্থার নাম করে বলছিলেন, কেন তারা অন্য কোনও ভ্রমণ সংথার কথা ভাবতেই পারেন না। কারণ, দু’একবার  তারা সেই নামি সংস্থার সঙ্গে ঘুরতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। তাছাড়া ঐ সংস্থাটি কোনও দিন পর্যটকদের এক হোটেলে রাখেন না একাধিক হোটেলে রাখেন। এছাড়াও কুণ্ডুর মতো পরিষেবা কেউই দিতে পারেন না।

সেটা যে কথার কথা নয় তা বুঝলাম সিমলায় আসার পর। দেখলাম এই কুণ্ডু স্পেশালের আরও একটি দল নিয়ে হাজির ট্যুর ম্যানেজার।প্রথম দলের ট্যুর ম্যানেজার রাজেশ কর জানালেন তাদের আরয় একটি দল একইভাবে কল্পা-কিন্নরের উদ্দেশ্যে যাত্রা করছে আগামিকাল।

যেখানে অন্য কোনও ভ্রমণ সংস্থাকে দেখা যাচ্ছে না কল্পা কিন্নরের দিকে সেখানে কুণ্ডুর এক সপ্তাহের ব্যবধানে দু’বার যাত্রা সত্যিই তাৎপর্যপূর্ণ ।

Published on: এপ্রি ১৪, ২০১৮ @ ২৩:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

41 − = 35