Published on: জানু ৬, ২০১৮ @ ২০:৫৩
এসপিটি নিউজ, ঝাড়গ্রামঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটা কথা প্রায়ই বলেন বাংলা ও বাঙালি বিরোধী বিজেপি সম্পর্কে সাবধান থাকুন। রাজ্যের মানুষ শান্তি আছে, এটা ওদের সহ্য হচ্ছে না, তাই তারা অশান্তি বাধানোর চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টাকে রুখতেই এদিন ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে বিজেপি বিরোধী পদযাত্রায় পা মেলালেন প্রায় ১০ হাজার মানুষ।ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা বলেন, শান্ত জঙ্গলমহলকে অশান্ত করে তোলার জন্য বিজেপি ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব হয়ে মানুষ আজ পথে নেমেছে।
শুক্রবার বিজেপি বিনপুরে সভা করে। সেই সভায় রাহুল সিনহা ও লকেট চ্যাটার্জী তৃণমূল কংগ্রেস ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন ভাষায় মন্তব্য করেন। তারই পাল্টা পদযাত্রা ও পথসভা করে তৃণমূল কংগ্রেস। পদযাত্রায় নেতৃত্ব দেন বিধায়ক সুকুমার হাঁসদা, ঝাড়গ্রামের পুরপ্রধান দুর্গেশ মল্লদেব, বিনপুর-১ তৃণমূল কংগ্রেসের সভাপতি বনবিহারি রায়, জেলা যুব সভাপতি দেবনাথ হাঁসদা, প্রসূন ষড়ঙ্গী, উজ্জ্বল দত্ত প্রমুখ।
সুকুমার হাঁসদা বলেন, জঙ্গুমহলের মানুষ এত বোকা নয়। তারা বিজেপির ষড়যন্ত্রে পা দেবেন না। আজ তৃণমূল কংগ্রেসের পদযাত্রায় পা মিলিয়ে সেই বার্তা পৌঁছে দিয়েছেন। বিজেপির বিরুদ্ধে সরব হয়ে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতি ও এফআরডিআই বিলের প্রতিবাদে শনিবার প্রায় ১০ হাজার মানুষ পদযাত্রায় পা মেলালেন।এই পদযাত্রা থেকে আগামী ১০ জানুয়ারি গোপীবল্লভপুরে তৃণমূল যুব কংগ্রেসের ঐতিহাসিক সমাবেশে যোগ দেওয়ার আবেদনও জানানো হয়। একই সঙ্গে এদিবের সভার মঞ্চ থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জঙ্গলমহল থেকে উৎখাত করার আহ্বান জানান বক্তারা।
Published on: জানু ৬, ২০১৮ @ ২০:৫৩