বই কিনুন, বই পড়ুন- খড়্গপুর বইমেলায় বললেন বাণী বসু

রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৬, ২০১৮ @ ২১:৩৩

এসপিটি নিউজ, খড়্গপুর, ৬ জানুয়ারিঃ বই-এর বিকল্প অন্য কিছুই হতে পারে না। বই থেকে অনেক অজানা কথা জানতে পারা যায়। তাই তিনি সকলকে বই মেলায় এসে বই কিনতে ও বই পড়তে আহ্বান জানান। শনিবার ১৮তম খড়গপুর বইমেলার উদ্বোধন করতে এসে এভাবেই বই সম্পর্কে নিজের মতামত তুলে ধরেন বিশিষ্ট সাহিত্যিক বাণী বসু।

এদিনের বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীনেন রায়, খড়্গপুর পুরসভার পুরপ্রধান প্রদীপ কুমার সরকার বইমেলা কমিটির সভাপতি নন্দদুলাল চৌধুরি ও সম্পাদক দেবাশিস চৌধুরি প্রমুখ। খড়্গপুর টাউন হল (বিদ্যাসাগর আবাসন) এলাকায় খড়্গপুর বইমেলা কমিটির উদ্যোগে মানস-গৌতম-নারায়ন চৌবে মেমোরিয়াল ট্রাস্ট-এর সহযোগিতায় বইমেলা শুরু হয়েছে। মেলা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। বইমেলায় থাকছে লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন, বাণিজ্যিক প্যাভেলিয়ন, ফুডপার্ক। এছাড়াও বইমেলা প্রাঙ্গনে কবি সম্মেলন ও গল্প পাঠের আসর থাকছে। এছাড়াও থাকছে আলোচনা সভা, হিন্দি কবি সম্মেলন, বিজ্ঞান বিষয়ক মডেল প্রদর্শন, সঙ্গীত ও অঙ্কন প্রতিযোগিতা।

Published on: জানু ৬, ২০১৮ @ ২১:৩৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

89 − = 80