সিসিইউ থেকে উধাও রোগীর ঝুলন্ত দেহ মিলল শেষে মেদিনীপুর সরকারি হাসপাতালের ছাদে

Main স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

Published on: জানু ২৩, ২০১৮ @ ১৮:৪১

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৩ জানুয়ারিঃ কি আশ্চর্য! চোখের সামনে থেকে একজন রোগী উঠে সিসিইউ-এর ঘর থেকে বেরিয়ে চলে গেল, অথচ কেউ টের পেল না। এমনকী, হাসপাতাল কতৃপক্ষ ঘটনাটিকে ব্যতিক্রমী বলে চালিয়ে দিল। দু’দিন পর সেই রোগীর ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেল সেই হাসপাতালেরই ছাদে।সরকার বিনামূল্যে চিকিৎসার সুযোগ করে দিয়ে নিঃসন্দেহে গরিব মানুষের সাহায্য করেছেন ঠিকই, কিন্তু সেই মেদিনীপুর মেদিকায়ল কলেজ ও হাসপাতালের হাসপাতালের ভিতরেই একজন রোগীর প্রথমে রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া তারপর তার মৃতদেহ সেই হাসপাতালের ছাদে মেলার পর তুলে দিয়ে গেল একাধিক প্রশ্ন।

১) সরকারি হাসপাতালের সিসিইউ যে জায়গায় সেটি কি সুরক্ষিত?

২) যদি সুরক্ষিত থাকে তাহলে একজন রোগী কিভাবে সেখান থেকে বেরিয়ে চলে গেল?

৩) সিসিইউ-তে কতজন রোগী থাকে?

৪) সিসিইউ-এর দায়িত্বে হাসপাতালের পক্ষ থেকে কাদের রাখা হয়েছে?

৫) দায়িত্বে থাকা সেই ব্যক্তি রোগী বেরিয়ে যাওয়ার সময় কোথায় ছিলেন?

৬) রোগীর বাড়ির লোকজনকে নিখোঁজের খবর দিয়ে হাসপাতাল দায়িত্ব এড়িয়ে যেতে পারে?

৭) কেন রোগীর বাড়ির লোকজনকে হাসপাতাল চত্বরে কতৃপক্ষ তাদের লোক সঙ্গে দিয়ে নিখোঁজ রোগীকে খুঁজে বার করার উদয়গ নিলেন না?

৮) সিসিইউ কিংবা হাসপাতালের ঘটনার দিনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে না?

৯) বিনামূল্যে চিকিৎসা দেওয়ার অর্থ তবে কি রোগীর প্রতি এভাবে গাফিলতি দেখানো?

১০)বেসরকারি হাসপাতালের সঙ্গে তাহলে সরকারি হাস্পাতালের ফারাক রইল কোথায়?

মৃত ওই রোগীর নাম সমরেশ হাজরা (৩২)।বাড়ি হুগলির চুচুড়া l সমরেশ একজন ডবল্যুবিসিএস অফিসার। শালবনী ব্লক ভূমি সংস্কার দফতরে কর্মরত ছিলেনl গত ১৮ জানুয়ারি অসুস্থতার জন্য তাকে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়l শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকলে তাকে সিসি ইউনিটে নিয়ে আসা হয়েছিল।

সরস্বতী পুজোর দিন সকালে সিসিইউ-র বেডে আর দেখা যায়নি তাকে l অনেক খোঁজ করেও তার হদিস মেলেনিl মঙ্গলবার সকালে সিসি ইউনিট বিল্ডিং-এর ছাদে সমরেশের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় l মৃতের দাদা অমলেশ হাজরা অভিযোগ জানিয়ে বলেন, হাসপাতালের গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে। আমরা এর উপযুক্ত তদন্ত চাই। প্রয়োজনে আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবো l মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর রোগীর বাড়ির লোকজন ক্ষোভে ফেটে পড়ে। কিন্তু যা হওয়ার ছিল না তাই যে ঘটে গেছে। কয়েকজনের অপদার্থতার জন্য ঘরের ছেলেকে অকালেই চলে যেতে হল চিরদিনের জন্য। এই দায় কে নেবে?

Published on: জানু ২৩, ২০১৮ @ ১৮:৪১

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1