বিধায়কের জনসংযোগ কর্মসূচীঃ শালবনিতে ৩০০ গরিব মানুষকে কম্বল দিলেন শ্রীকান্ত মাহাতো

Main রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ৩০, ২০২০ @ ২১:৪১

এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপু্‌র, ৩০ নভেম্বর:   জনপ্রতিনিধিদের জনসংযোগ রক্ষা কর্মসূচী নতুন কিছু ঘটনা নয়। কিন্তু রাজ্য-রাজনীতির বর্তমান পরিস্থিতিতে এই কর্মসূচী অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ১ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যের ব্লকে ব্লকে যখন রাজ্য সরকারের “দোরে দোরে সরকার” প্রকল্পের সূচনা হতে চলেছে তখন তো শালবনীতে তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোর গরিব মানুষের হাতে কম্বল তুলে দেওয়াটা নিঃসন্দেহে তাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।

সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত  শালবনি ব্লকের বিষ্ণুপুর অঞ্চলের বয়লা গ্রামে অনুষ্ঠিত হয়ে এই কর্মসূচী।  সেখানে উপস্থিত হয়ে গ্রামের প্রায় ৩০ দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন এলাকার বিধায়ক শ্রীকান্ত মাহাতো।

বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন-শীতের সময় দরিদ্র মানুষেরা যাতে কষ্ট না পায় তার জন্য তিনি প্রতিটি দরিদ্র মানুষকে কম্বল দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। তাই বিষ্ণুপুর অঞ্চলের বয়লা গ্রামের দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিতে পেরে তিনি গর্বিত। তিনি গ্রামবাসীদের বলেন- “আমি আপনাদের পাশে আগেও ছিলাম এখনো আছি আগামী দিনে থাকবো। আমি মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় মানুষের পাশে থেকে মানুষের সেবা করার কাজ করে যাব। শুধু জনপ্রতিনিধি হিসেবে নয় এই এলাকার ছেলে হিসেবে আমার একটা নৈতিক দায়িত্ব রয়েছে। তাই আমি যে কোন সময় অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই। সেই জন্য প্রতিবছরের মতো এবছরও শীতের সময় দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার ব্যবস্থা করেছি।”

গত কয়েকদিন ধরে তিনি গ্রামে গ্রামে গিয়ে দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিচ্ছেন। তবে তিনি দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার সময় রাজনীতিকে দূরে সরিয়ে রাখেন। কে কি রাজনীতি করে সেটা আমার জানা নেই। কিন্তু অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। তাই আমি এলাকার সমস্ত দরিদ্র মানুষের হাতেই কম্বল তুলে দেওয়ার ব্যবস্থা করেছি বলে জানান বিধায়ক শ্রীকান্ত মাহাতো।

Published on: নভে ৩০, ২০২০ @ ২১:৪১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

44 − 38 =