১২৫জন দুঃস্থের হাতে বস্ত্র তুলে দিয়ে মায়ের মৃত্যুবার্ষিকী পালন করলেন সম্রাট তপাদার

রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২৩, ২০১৮ @ ১৯:৩৬

এসপিটি নিউজ, শ্যামনগর, ২৩ জানুয়ারিঃ একদিন যে মা ছেলের ভালোর জন্য দিন-রাত চিন্তা করে যেতেন, যে মা ছেলে ঘরে না ফেরা পর্যন্ত সদর পানে চেয়ে বসে থাকতেন, যে মা সারা জীবন ছেলের মঙ্গল কামনা করে গেছেন-তাঁর উপস্থিতি কোনওদিনই ভোলা সম্ভব নয়। বারাকপুরের বিশিষ্ট সমাজসেবী সম্রাট তপাদারও তাই তাঁর মা-কে প্রতিটি মুহূর্তে স্মরণে রেখে কাজে বেরোন। আজ ছিল তাঁর মা মীরা তপাদারের দশম মৃত্যুবার্ষিকী। মায়ের মৃত্যুবার্ষিকীতে তাই মায়ের সেবা করার দিকটিকে আরও একবার স্মরণীয় করে রাখলেন ১২৫জন দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দিয়ে। শ্যামনগর কালীবাড়িতে গিয়ে শ্যামা মায়ের চরণে মাথা ঠেকিয়ে গরিব মানুষের সেবায় এই দিনটিকে রাখলেন স্মরণীয় করে।

সম্রাট জানান, মায়ের স্মৃতিতে একটি অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা মানুষের সেবায় নিয়োজিত আছে। বর্তমানে সেটিকে তিনি ভাটপাড়া পুরসভার হাতে তুলে দিয়েছেন। মায়ের কাছে তিনি সব সময় একটা শিক্ষা পেয়ে এসেছেন- অনাথ-দুঃস্থ মানুষের পাশে থেকে তাদের যেন সাহায্য করে যেতে পার। সেটাই হবে বড় কাজ। মায়ের সেই কথা মনে রেখে এদিন তাঁর মৃত্যুবার্ষিকীতে সেই দুঃস্থ মানুষের হাতে তুলে দিলেন বস্ত্র।

সেবাই পরম ধর্ম। সেবার মধ্যেই লুকিয়ে আছে এক অনাবিল আনন্দ। আজও এদেশে এমন বহু মানুষ আছেন যারা সাহায্যের জন্য পথ চেয়ে বসে আছেন।অনেকের থাকলেও তারা এদের পিছনে এক কানা-কড়িও খরচ তো করেই না উলটে দূর দূর করে তাড়িয়ে দেয়। যা খুব দুর্ভাগ্যজনক।সম্রাট এই মানুষগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সারা বছর ধরেই তাদের জন্য কিছু না কিছু করে চলেছেন। সম্রাট বলেন এ তো খুব সামান্য ব্যাপার। আসলে মনে পড়ে যায় সেই বিখ্যাত গানের লাইন-“তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি”।

Published on: জানু ২৩, ২০১৮ @ ১৯:৩৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 3