পাখিপ্রেমী পুরপ্রধানের কাঁধে উঠে এল দুই পাখি, আরণ্যকে পাখি-ফুলের মহাসমারোহ দেখতে ভিড়

এসপিটি এক্সক্লুসিভ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা- সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়

Published on: ফেব্রু ২, ২০১৮ @ ২২:১১

এসপিটি নিউজ, বারুইপুর, ২ ফেব্রুয়ারিঃ সচরাচর এমন দৃশ্য দেখার সৌভাগ্য একসঙ্গে খুব বেশি মেলে না। প্রকৃতির সবচেয়ে সুন্দর দুটি ফুল আর পাখি পাশাপাশি। সত্যিই এক অনবদ্য দৃশ্য। আর সেটাই করে দেখাল বারুইপুর পুরসভা। যেখানে চিরাচরিত পাখির পাশাপাশি দেখা গেল টোকো টোকেন, ভাইলেট টোরাকো গ্রিন টোরাকো সহ ৫৫টি ভিন্ন প্রজাতির পাখি। পাখিপ্রেমী পুরপ্রধান শক্তি রায়চৌধুরীকেও দেখা গেল দুই কাঁধে পাখি নিয়ে ক্যামেরাবন্দি হতে। দেখা গেছে নানা রঙের ফুলের সমাহার। যার মধ্যে উল্লেখযোগ্য ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ হরেক ফুল। বারুইপুরে আদি গঙ্গার ধারে আরণ্যক বনভোজন উদ্যানে শুরু হয়েছে পাখি-ফুলের প্রদর্শনী।

দেখা গেছে, কাকাতুয়া, ম্যাক্যাও, টিয়া-সহ ৫৫ টি ভিন্ন প্রজাতির পাখি। রবিবার দুপুর থেকে শুরু হবে এই উদ্যানেই বেবি প্রদর্শনী। বারুইপুর পুরসভার পরিচালনায় ৫ বছরে পড়া এই মেলার উদ্বোধন করেন বারুইপুরের পুরপ্রধান শক্তি রায়চৌধুরী। উপস্থিত ছিলেন উপ-পুরপ্রধান গৌতম দাস সহ অন্য পুরপিতা–মাতারা। আসেন জেলা পরিষদের পূর্ত আধিকারিক আবু তাহের সরদার।

মেলা দুপুর ২ টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮ টা পর্যন্ত। প্রবেশ মুল্য রাখা হয়েছে ৫ টাকা। উদ্বোধনের পর থেকেই স্কুলের ছাত্র-ছাত্রীদের ভিড় জমতে শুরু করে। দেখা যায়, ম্যাকাও-এর সামনে দাঁড়িয়ে সেলফি নিতে।

পুরপ্রধান শক্তি রায়চৌধুরী জানান, এবারের পাখি-ফুল প্রদর্শনীতে ৫৫ প্রজাতির পাখি আনা হয়েছে। বারুইপুরে প্রথম এল দুই রকমের পাখি। আগামিদিনে আরও নানা প্রজাতির পাখিকে দেখা যাবে। হরেক রকম ফুল আর ফলে জমজমাট এই মেলা ৫ বছরে পা দিল।

Published on: ফেব্রু ২, ২০১৮ @ ২২:১১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 9