Published on: মার্চ ১৩, ২০১৯ @ ২০:০১
এসপিটি নিউজ, শ্রীনগর, ১৩ মার্চঃ গতকাল রাতে দুটি পাকিস্তানি যুদ্ধ বিমান যা লাইন অফ কন্ট্রোল থেকে ১০ কিলোমিটার দূর দিয়ে পাক অধিকৃত কাশ্মীরের আকাশ পথে উড়তে দেখা যায়। যুদ্ধ বিমান দুটি সুপারসনিক গতিতে ছুটে যায়। সেইসময় তার আওয়াজে চারিদিকে কেঁপে ওঠে। পুঞ্চ সেক্টরে পাক অধিকৃত কাশ্মীরের আকশে এভাবে পাকিস্তানি যুদ্ধ বিমানের চক্কর মারা ভাল চোখে দেখছে ভারতীয় বায়ু প্রতিরক্ষা বিভাগ। তারা সেই মুহূর্তে ওই এলাকায় সকলকে সতর্ক করে দিয়েছে। চরম সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সংবাদ সংস্থা এএনআই সরকারি সূত্রকে উদ্ধৃত করে এই সংবাদ দিয়েছে।
উন্নয়নের পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া এয়ার ডিফেন্স এবং র্যাডার সিস্টেমকে হাই অ্যালার্ট করে দেওয়া হয়েছে। জানিয়েছে ওই সংবাদ সংস্থা।
গত ২৭শে ফেব্রুয়ারি ভারতীয় সীমানায় অতর্কিতে ঢুকে পড়েছিল পাকিস্তানি যুদ্ধ বিমান।ভারতীয় বায়ু সেনা সেটিকে তাড়া করে নিয়ে গিয়ে গিয়ে ধ্বংস করে দেয়। তাদের মিশন ব্যর্থ হয়।
সেইসময় ভারতীয় বায়ু সেনা একটি F-16 পাক যুদ্ধ বিমান ধ্বংস করে দেয়। সেখানে আমাদেরও একটি MIG-21 BAISON প্লেন ক্ষতিগ্রস্ত হয়।এছাড়াও এপর্যন্ত একধিকবার পাকিস্তানি ড্রোন ভারতীয় সেনা ধ্বংস করে দিয়েছে। প্রতিকী ছবি
Published on: মার্চ ১৩, ২০১৯ @ ২০:০১