” ডাকো রাহুল বলে, স্যার নয় “- কংগ্রেস সভাপতি এ কথা বলতেই চেন্নাইয়ের এক ছাত্রী বলে উঠলেন- Hi, RAHIUL

দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ১৩, ২০১৯ @ ১৮:৫৮

এসপিটি নিউজ ডেস্কঃ “স্যারের পরিবর্তে আপনারা আমাকে রাহুল বলে ডাকতে পারেন, সেটাই আমাকে স্বস্তি দেবে,” চেন্নাইয়ের স্টেলা মেরিস কলেজে এক প্রশ্নত্তোর পর্ব চলার সময় কংগ্রেস সভাপতি ছাত্রীদের এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।

ছাত্রী অ্যাজরা বাঁদিকে জীব বের করে হেসে ফেললেন সেই সময় তা দেখে ভিড়ের মধ্যে আনন্দে চিৎকার করে উঠছিলেন এবং রাহুলকে অভিনন্দন জানাচ্ছিলেন।

হাই, রাহুল- হর্ষোল্লাসে ফেটে পড়ল গোটা প্রেক্ষাগৃহ

১) কিছুটা লাজুক ভাব করে অ্যাজরা বলে ওঠেন তিনি আসলে খুব নার্ভাস হয়ে পড়েছিলেন। তার “হাই রাহুল” অনেক বেশি আনন্দ দিয়েছে এবং সম্বোধিত করেছে এবং যখন তিনি ফের “রাহুল” বলে চিৎকার করে ওঠেন।

২)কংগ্রেস সভাপতিকে খুশি নামে অন্য এক ছাত্রী যখন “রাহুল স্যার” বলে সম্বোধন করেন।তখন তিনি জবাব দেন-“আপনি স্যর কথাটি ত্যাগ করুন” -ছাত্রীটিকে একথা বলতেই ভিড়ের মধ্যে থেকে হাসির রোল ওঠে।

৩) এদিন রাহল কালো টি-শার্ট এবং নীল রঙের জিনস পরে হাজির হয়ে সকলের নজর কাড়েন যখন উচ্ছ্বসিত শ্রোতাদের তিনি বলেন যে কলেজের লাইট মিজিক টিম কিছু জিজ্ঞাসা করতে চায়। এইসময় তিনি প্রশ্নের আগেই বলে ওঠেন-“আমাকে গান নিয়ে কিছু জিজ্ঞাসা করবেন না,” ভিড়ের মধ্যে থেকে কেউ তা নিয়ে বিদ্রুপ করে।

৪) কংগ্রেস নেতা এইসময় আরও একজন ছাত্রীর প্রশ্ন শোনেন যিনি কংগ্রেসের দৃষ্টিভঙ্গীর সঙ্গে সাযুজ্য রেখেই ডিমনিটাইজেশন সম্পর্কে প্রশ্ন রাখেন। এই সময় প্রশ্নটা শোনার পর রাহুল গান্ধী ওই ছাত্রীর কাছে জানতে চান-“ডিমনিটাইজেশন নিয়ে আপনার ভাবনা কি?” এরপরই তার দ্বিতীয় আরও একটি প্রশ্ন যোগ করেন-“আপনই কি ডিমনিটাইজেশন পছন্দ করেন?” সেই মুহূর্তে বিদ্যুতের ঝলকের মতো গোটা প্রেক্ষাগৃহে একটাই আওয়াজ ভেসে এল “না”- যেখানে গলা মেলান সেই ছাত্রীটিও।

৫) ছাত্রীদের চিৎকারের সঙ্গে তাল রেখেই তিনি বলেন-এটা খুবই দুঃখজনক যে প্রধানমন্ত্রী “আসেননি এবং ডিমনিটাইজেশনের আগে আপনাদের মতামত নেননি কারণ তিনি সঠিক জবাব পেয়ে গেছেন।”এরপর তিনি সরকারের অর্থনৈতিক নীতিগুলি ভেঙে ফেলেন।

“আমি এখনও তরুন তবে সামান্য বৃদ্ধ হয়েছি”

১) ৪৮ বছর বয়সী রাজনীতিবিদ এদিন নিজেকে তরুন হিসেবে তুলে ধরার চেষ্টা করছিলেন। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর আলিঙ্গনের বিষয়ে কথা বলার সময় ২০১৪ সালের লোকসভা ভোটে কংগ্রেসের পরাজয়ের কথা স্মরন করেন। আর তা থেকে তিনি অনেক কিছু শিখেছেন যা তাকে পরবর্তী সময়ে অনেক সাহায্য করেছে।বলেন কংগ্রেস সভাপতি। .

২) রাহুল আরও বলেন-“২০১৪ সালে আমি একজন তরুন রাজনীতিবিদ ছিলাম।” এরপর তিনিও যোগ করেন- “আমি এখনও তরুন আছি তবে সামান্য বৃদ্ধ হয়েছি।”

৩) একই সঙ্গে তিনি এদিন বলেন- “দক্ষিণ ভারত ও তামিলনাড়ুতে মেয়েদের অনেক খেয়াল রাখা হয়। তাদের সম্মানও দেওয়া হয় যা উত্তরের চেয়ে অনেক বেশি।”

Published on: মার্চ ১৩, ২০১৯ @ ১৮:৫৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

82 + = 87