নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল বারুইপুর পুলিশ, গ্রেফতার বিহারের দুই অস্ত্র কারবারি সহ ৩

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়

Published on: ফেব্রু ১৬, ২০১৮ @ ২১:৫৭

এসপিটি নিউজ,বারুইপুর, ১৬ফেব্রুয়ারিঃ  প্রায় দুই মাস আগে ক্যানিং থেকে গ্রেফতার হয়েছিল তিন অস্ত্র পাচারকারী। তাদের জেরা করে পুলিশ জানতে পেরেছিল কোথা থেকে আসে এই অস্ত্র। কারা যোগায় এসব। টানা দুই মাস ধরে পুলিশ হন্যে হয়ে খুঁজছিল তাদের। অবশেষে শুক্রবার বিহারের মুল দুই অস্ত্র কারবারী স তিনজঙ্কে নিজেদের জালে তুলে ফেলল বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।

বিহারের মুঙ্গের থেকে ক্যানিং এর দিকে বেআইনি অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। তার আগেই শুক্রবার বিকালে বারুইপুর রেলগেট থেকে গ্রেফতার করা হল বিহারের মুঙ্গেরের দুই অস্ত্র ব্যাবসায়ী সমেত হাওড়ার ডোমজুড়ের অস্ত্রপাচারকারিকে। উদ্ধার করা হয়েছে ১৫ টি আর্মস, যার প্রত্যেকটি ৭ এমএম ও ৩০টি ম্যাগাজিন।

বারুইপুর জেলা পুলিশ সুপারের অফিসে অতিরিক্ত পুলিশ সুপার সৈকত ঘোষ ও বারুইপুর জেলা স্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষী ঘোষ সাংবাদিক বৈঠক করে জানান, ধৃতদের নাম কালাম মহম্মদ ও সাহেব আলম, জিয়ারুল শেখ। এদের মধ্যে কালাম মহম্মদ ও সাহেব আলম বিহারের মুঙ্গেরের বাসিন্দা ও জিয়ারুল শেখ ডোমজুড়ের বাসিন্দা।

ডিসেম্বর মাসের শেষ দিকে ক্যানিং অটোস্ট্যান্ড থেকে প্রভাকর মণ্ডল, পিন্টু মণ্ডল, শেখর মণ্ডলকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল ৩১৪ রাউণ্ড কার্তুজ। এদের কাছ থেকেই জানা যায় বিহারের মুঙ্গেরের বাসিন্দা কালাম মহম্মদ ও সাহেব আলমের কাছ থেকেই অস্ত্র আনা হয়েছিল।

এই কালাম ও সাহেব এদিন ডোমজুরের জিয়ারুল শেখের কাছে অস্ত্র তুলে দিয়েছিল। তা জিয়ারুলের মাধ্যমে ক্যানিং এ আর এক অস্ত্র কারবারির কাছে দেওয়ার কথা ছিল। কোন বড় পরিকল্পনা করা হয়েছিল। তার আগেই তিনজনকে ধরেই তা ভেস্তে দেওয়া হল। যা স্পেশাল অপারেশন গ্রুপের সাফল্য বলে মনে করা হচ্ছে। পুলিশ ক্যানিংয়ের অস্ত্রকারবারির খোঁজে তল্লাশি শুরু করেছে।

বিহারের মুঙ্গেরের কালাম ও সাহেব অনেক দিন ধরেই এই জেলায় বিভিন্ন অস্ত্র কারবারিদের কাছে অস্ত্র পৌঁছে দিচ্ছিল। বাসন্তিতে অস্ত্র ঢুকেছিল এদেরই মাধ্যমে। ধৃতদের শনিবার দুপুরে বারুইপুর মহহকুমা আদালতে তোলা হবে।

Published on: ফেব্রু ১৬, ২০১৮ @ ২১:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 − 27 =