কাল থেকে ঠান্ডা কমতে পারে, পড়বে কুয়াশা

Main আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৩০, ২০২২ @ ২৩:১৩

এসপিটি নিউজ, কলকাতা, ৩০ জানুয়ারি:  আগামিকাল থেকে তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। কমতে পারে ঠান্ডা। আলিপুর আবহাওয়া অফিস এমনটাই জানিয়েছে। আগামী সাত দিনে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। গত কয়েকদিন ধরে চলতে থাকা কনকনে ঠান্ডার প্রভাব এবার কাটতে পারে।

কেমন থাকবে আবহাওয়া

আগামিকাল সকালে কুয়াশা পড়তে পারে, তবে বেলার দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে। পরবর্তী দু’দিনে কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। এর মধ্যে আকাশ মেঘলা থাকারও সম্ভাবনা আছে বলে বলে হাওয়া আফিসের সূত্রে জানা গিয়েছে। বুধবার থেকে তাপমাত্রা বেশ কয়েক জায়গায় অনেকটাই বাড়তে পারে।ঠান্ডা কমতে পারে আগামিকাল থেকে। গত দুদিনে যেমন কনকনে ঠান্ডা ছিল সেই কনকনে ভাবটা কেটে যেতে পারে।

আজ কলকাতায় তাপমাত্রা

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ শতাংশ। বৃষ্টি হয়নি। এদিন রাজ্যে সমতলে সর্বনিম্ন তাপমাত্রা শিলিগুড়িতে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা

এদিন রাজ্যের উল্লেখযোগ্য কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা – আসানসোলে ১০.৫, বালুরঘাট ১০.৪, বাঁকুড়া ১০.৩, বারাকপুর ৯.৬, বসিরহাট ৯.৫, বহরমপুর ১১.০, বর্ধমান ১০.০, ক্যানিং ১০.৪, কাঁথি ৮.৫, কোচবিহার ৫.৬, দার্জিলিং ১.৫, ডায়মন্ড হারবার ১২.৪, দীঘা ১১.৪, দমদম ১১.৮, দমদম ১১.৮, হলদিয়া ১২.০, জলপাইগুড়ি ৬.৫, কলাইকুণ্ডা ৮.৮, কালিম্পং ৫.৫, কলকাতা ১১.৭, মালদা ১১.৫, মেদিনীপুর ১১.১, পানাগড় ৯.৬, পুরুলিয়া ৮.১, সল্টলেক ১১.৮, শিলিগুড়ি ৫.৪, শ্রীনিকেতন ৮.৫, উলুবেড়িয়া ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।

Published on: জানু ৩০, ২০২২ @ ২৩:১৩


শেয়ার করুন