মাঝেরহাটে মেট্রো রেলের কাজ বন্ধ রাখতে বললেন মুখ্যমন্ত্রী

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ৬, ২০১৮ @ ১৮:৪৯

এসপিটি নিউজ, কলকাতা, ৬ সেপ্টেম্বরঃ মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনা নিয়ে রাজ্য সরকার কার্যত মেট্রো রেলের কাজকেই দায়ী করলেন। আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাফ জানিয়ে দিলেন মনিটরিং সেল যতক্ষণ পর্যন্ত রিপোর্ট জমা না দিচ্ছে ততদিন পর্যন্ত মেট্রো রেলের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এর ফলে মাঝেরহাটে অনির্দিষ্ট কানের জন্য বন্ধ হয়ে গেল মেট্রো রেলের কাজ। নবান্নে এদিন মাঝেরহাট সেতু বিপর্যয় নিয়ে এক জরুরী বৈঠকের শেষে সাংবাদিকদের সামনে একথা জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী একই সঙ্গে পুলিশকে ব্রিজের নীচের জায়গা খালি করে দিতে নির্দেশ দেন। তিনি বলেন, ব্রিজের নীচে অনেকেই এসে বসে যান। তারা কিন্তু স্থানীয় মানুষ ন্য। এরা রানাবান্না করে খাওয়া দাওয়া করেন। থাকেন। এসবের জন্য কিন্তু ব্রিজের ক্ষতি হয়। আমরা এদের সরে যেতে বলছি। তাদের আমরা বাসস্থানের জায়গা দেব। তাদের যাতে থাকা-খাওয়ার অসুবিধা না হয় তার ব্যবস্থা আমরা করব।

সেইসঙ্গে তিনি ব্রিজগুলিতে ২৯ চাকার গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা জারি করেন। এ ব্যাপারে পুলিশকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ব্রিজগুলির একটা স্বাভাবুক বহন ক্ষমতা আছে । তার বেশি বহন সে কিভাবে বহন করবে বলুন তো? আমরা আর এসব চলতে দেব না। চার চাকা, ছয় চাকা খুব বেশি হলে ১০ চাকা চলতে পারে। কিন্তু কোনওভাবেই ব্রিজে ২০ চাকার গাড়ি উঠতে দেওয়া হবে না।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, খড়্গপুরের আইআইটি-কে দিয়ে ব্রিজের কাজ খতিয়ে দেখতে বলা হয়েছে। রাজ্যে ২০টি সেতুর অবস্থা দুর্বল। এখন থেকে ব্রিজ নজরদারি সেল করা হচ্ছে। তারাই এখন থেকে সমত ব্রিজে নজরদারি চালাবে।

Published on: সেপ্টে ৬, ২০১৮ @ ১৮:৪৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 2 =