সংবাদদাতা-বাপ্পা মণ্ডল
Published on: মে ৩, ২০১৮ @ ০০:৪২
এসপিটি নিউজ, দাসপুর, ২ মেঃ ভোট ঠিকঠাক হলে অর্থাৎ সন্ত্রাস উপেক্ষা করে মানুষ যদি পদ্মফুলে ছাপ মারে আর বিজেপি যদি ৫০ শতাংশ আসন পেয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাত করতে বেশি সময় লাগবে না। বুধবার পঞ্চায়েত ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুর জেলায় এসেছিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। দাসপুর ২ নম্বর ব্লকের পলাশপাই গ্রাম পঞ্চায়েতের জয়রামচকে বিজেপি প্রার্থীদের সমর্থনে এক প্রচার সভায় এভাবেই তৃণমূলকে বিঁধলেন জয়।
এদিন জয় বলেন, সিপিএম আর কংগ্রেস এখন ডুবন্ত জাহাজ। একথা বলেই তিনি ঐ দুই দলের কর্মীদের কাছে আহ্বান জানিয়ে বলেন, আপনারা তৃণমূল নামক জলদস্যুকে উৎখাত করতে বিজেপির সাথে আসুন। এরপর তিনি বলেন, ভারত থেকে ইংরেজদের তাড়ানোর আন্দোলন শুরু হয়েছিল এই মেদিনীপুর জেলা থেকেই। তাই তৃণমূলকে উৎখাত করার কাজ এই পঞ্চায়েত নির্বাচনে মেদিনীপুর থেকেই শুরু করতে হবে।
একই সঙ্গে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, এ রাজ্যে কোনও উন্নয়নই হচ্ছে না। উন্নয়ন হচ্ছে বিজেপি শাসিত ২২টি রাজ্যে। ঐ রাজ্যগুলিতে শান্তি আছে। চলছে উন্নয়নের কর্মকাণ্ডও। তাঁর অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকলেও বাংলায় কোনও উন্নয়নই হয়নি।
তিনি বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে বলেন, জয়ী প্রার্থীরা কোনও দুর্নীতি করলে তাদের কান ধরে দল থেকে তাড়িয়ে দেব। আমাদের লক্ষ্য হল বাংলায় গণতন্ত্র রক্ষা করা। মানুষের জন্য উন্নয়নের কাজ করা। ছবি-ফেসবুক
Published on: মে ৩, ২০১৮ @ ০০:৪২