প্রবল ধুলো ঝড়ে চার রাজ্যে মৃতের সংখ্যা ছাড়াল ১০০

আবহাওয়া দেশ
শেয়ার করুন

Published on: মে ৩, ২০১৮ @ ১৬:৫৫

এসপিটি নিউজ ডেস্কঃ আচমকা এক ভয়াবহ ধুলো ঝড়ে বেশ কয়েকটি রাজ্য প্রবল ক্ষতির মুখে পড়ল। মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ ও বিহার সহ বেশ কয়েকটি রাজ্যের ঝড়ের প্রভাব পড়েছে।উদ্ধার কাজ এখনও চলছে। মৃত ব্যক্তিদের পরিবারের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবেদনা প্রকাশ করেছেন।

রাজস্থানের আলোয়ার, ভরতপুর ও ধৌলপুরে বেশ কয়েক জন লোকের মৃত্যু হয়েছে। এইসব জেলার কিছু এলাকায় কাঁচা বাড়ি, বিদ্যুতের পোল, গাছ ভেঙে পড়ে। এখানে ৩৬জন লোকের মৃত্যু হয়েছে। দৈনিক ভাস্কর সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাজস্থানের তিন জেলা ভরতপুর, ধৌলপুর ও আলোয়ারে ধুলো ঝড়ের প্রভাব সব চেয়ে বেশি পড়েছে। ভরতপুরে ১২, ধৌলপুরে১০ ও আলোয়ারে ৪জনের মৃত্যুর খবর মিলেছে। বিকানীরে ধুলো ঝড় ঘণ্টায় ৩৮কিমি গতিতে বয়েছে। জয়পুরে ঝড়ের গতি ছিল ঘণ্টায় ১৮কিমি।

দিল্লিতেও ঝড়ের প্রকোপ পড়ে। এরফলে ফিরোজশাহ কোটলায় আইপিএল-এ দিল্লি ডেয়ারডেভিলস ও রাজস্থান রয়্যালস ম্যাচ নির্ধারিত সময়ের অনেক পড়ে শুরু হয়। তাপমাত্রা অনেকটাই কমে যায়।

উত্তরপ্রদেশের আগ্রায় বুধবার সন্ধ্যায় প্রবল ধুলো ঝড়ের পর বৃষ্টি শুরু হয়। ঘণ্টায় ১৩২কিলোমিটার বেগে আসা এই ধুলো ঝড়ে ৬৪জনের মৃত্যু হয়েছে। জেলাশাসক গৌখ দয়ালের বিবৃতি অনুসারে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ মৃতের সংখ্যা ২৪ থেকে বেড়ে দাঁড়ায় ৬৪জন। মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন। আগ্রা শহর ও গ্রামাঞ্চলের বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। খেড়াগড় এলাকায় সবচেয়ে বেশি ১৮জন লোকের মৃত্যু হয়েছে আগ্রার মধ্যে। আহত হয়েছেন ৫৮ জন।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগা্মী দুই দিন ধুলো ঝড়ের সম্ভাবনা আছে।সকালের দিকে তাপমাত্রা কমে গেলেও বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা আবার বাড়তে থাকে।

উত্তরপ্রদেশের কয়েকটি শহরে ধুলো ঝড়ের প্রকোপে ৫০জনের মৃত্যু হয়েছে। রাজ্যের রেভেনিউ এন্ড রিলিফ কমিশনার সঞ্জয় কুমার জানান, এই ভীষন দুর্যোগে ৪০ থেকে ৫০জনের মৃত্যু হয়েছে। সব থেকে বেশি মৃত্যু হয়েছে আগ্রায়।

Published on: মে ৩, ২০১৮ @ ১৬:৫৫

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

51 + = 52