ধামসা বাজিয়ে দলের প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন নয়াগ্রামের তৃণমূল কংগ্রেস বিধায়ক

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                               ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মে ২, ২০১৮ @ ২২:৫২

এসপিটি নিউজ, নয়াগ্রাম, ২ মেঃ ভোটও যেন এক উৎসবের চেহারা নিয়েছে।রাজ্যের অন্য কোথাও নানা ঘটনা ঘটলেও তার কোনও আঁচ লাগেনি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে। যেখানে বুধবার দেখা গেল উৎসবের চেহারা। স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক দুলাল মুর্মুকে দেখা গেল ধামসা বাজিয়ে দলের প্রার্থীদের সমর্থনে প্রচার করতে।

নয়াগ্রাম বিধানসভার একদিকে উড়িষ্যা আর এক দিকে আছে ঝাড়খণ্ড রাজ্য। এসব এলাকাগুলিতে স্বাভাবিকভাবেই বিজেপির প্রভাব ভালোই আছে। ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় সব কটি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি। ফলে লড়াই যে এখানে জোরদার হতে চলেছে সেটাই স্বাভাবিক। এসবের মধ্যেই দেখা গেল তৃণমূল কংগ্রেস বিধায়ক দুলাল মুর্মু যিনি আবার নয়াগ্রাম ব্লকের ব্লক সভাপতিও, তাঁকে দেখা গেল অন্য মেজাজে। গ্রামবাসীদের অনুরোধে বিধায়ক গলায় তুলে নিলেন ধানসা। এরপর ধামসা বাজিয়ে দলের প্রার্থীদের সমর্থনে করতে থাকেন প্রচার।

তৃণমূল কংগ্রেস বিধায়ক অবশ্য বিজেপির দাপাদাপিতে মোটেও উদ্বিগ্ন নন। তিনি বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সুবর্ণ রেখা নদীর উপর ভসরা ঘাটে জঙ্গল কন্যা সেতু, কলেজ, স্টেডিয়াম, মাধ্যমিক বিদ্যালয়গুলিকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ করা, নয়াগ্রামের খড়িকামাথানিতে সুপার স্পেশালিটি হাসপাতাল সহ একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। এর আগে যা কোনও সরকার করতে পারেনি।তাঁর বিশ্বাস, মানুষ এসব উন্নয়নের কথা মাথায় রেখেই ভোট দেবেন।

Published on: মে ২, ২০১৮ @ ২২:৫২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

48 − = 42