TTF SUMMER- গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাওয়ার ‘এনসাইক্লোপেডিয়া’, শুভ সূচনা হল আজ ক্ষুদীরাম অনুশীলন কেন্দ্রে

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

  • গত বছর থেকে কলকাতায় শুরু হয়েছে টিটিএফ সামার।
  • প্রদর্শনীতে বহু ট্রাভেল কোম্পানী তাদের প্রোডাক্ট মানুষের সামনে আনতে পারবেন। টিটিএফ সেই সুযোগ এখানে করে দিয়েছে।
  • টিটিএফ সামার চলবে আগামী রবিবার ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

Published on: ফেব্রু ২১, ২০২০ @ ২১:৫১

এসপিটি নিউজ, কলকাতা, ২১ ফেব্রুয়ারি: গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাওয়ার রসদ খুঁজতে ভ্রমণপিপাসুদের এত দিন ছুটে বেড়াতে হতে নানা জায়গায়। ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার বা টিটিএফ তাদের সেই প্রত্যাশা পূরণ করেছে। গত বছর থেকে কলকাতায় শুরু হয়েছে টিটিএফ সামার। কিন্তু দ্বিতীয় বছরেই ছাপিয়ে গেছে গত বারের রেকর্ড। গতবারের থেকে আরও বেশি এক্সিবিটর এবার অংশ নিয়েছে ক্ষুদীরাম অনুশীলন কেন্দ্রে।যা বেড়াতে যাওয়ার এক ‘এনসাইক্লোপেডিয়া’ হয়ে উঠেছে।

উপস্থিত ছিলেন যারা

এদিন দেশের সব থেকে বড় ভ্রমণ ও পর্যটনের প্রদর্শনীতে হাজির ছিলেন ভ্রমণ ও পর্যটন ব্যবসা ও সংঠনের বিশিষ্ট ব্যক্তিরা। যাদের মধ্যে উল্ল্যেখযোগ্য টিটিএফ-এর কর্ণধার ফেয়ারফেস্ট মিডিয়া লিমিটেডের সিইও ও চেয়ারম্যান সঞ্জীব আগরওয়াল, ট্রাভেল এজেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফির-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি, পশ্চিমবঙ্গ পর্যটন সংগঠনের সভাপতি বাচ্চু চৌধুরী, টিটিএফ-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর মহম্মদ তারিক ইব্রাহিম সহ আরও অনেকে।

প্রদর্শনী সম্পর্কে যা জানালেন বক্তারা

উদ্বোধনের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে সঞ্জীব আগরওয়াল এই বৃহত্তম ভ্রমণ ও পর্যটন প্রদর্শনীর উদ্দেশ্য জানান। তিনি বলেন এটি এমন এক প্রদর্শনী যেখান থেকে পর্যটন প্রিয় মানুষ তাদের বেড়ানোর জায়গা খুঁজে নিতে পারবেন। যেখান থেকে তারা গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাওয়ার নকশা করতে পারবেন। একই সঙ্গে বহু ট্রাভেল কোম্পানী তাদের প্রোডাক্ট মানুষের সামনে আনতে পারবেন। আমরা সেই সুযোগ এখানে করে দিয়েছি। আমরা সংখ্যা নয় গুণগত মানের উপরেই বেশি নজর দিয়ে থাকি। গত বার টিটিএফ সামার শুরু হয়। এবার দ্বিতীয় বছরে পা দিল এই প্রদর্শনী। যা পুরোপুরি হাউসফুল হয়েছে। স্টলের সংখ্যা আগের চেয়ে বেড়েছে।

টাফির চেয়ারম্যান অনিল পাঞ্জাবি টিটিএফ সামার-এর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন- আজ মহা শিবরাত্রির সন্ধিক্ষণে এই প্রদর্শনীর সূচনা হল। পশ্চিমবঙ্গ পর্যটন সংগঠনের সভাপতি বাচ্চু চৌধুরীও এই প্রদর্শনীর প্রশংসা করেন।

মোট এক্সিবিটর

এবারের টিটিএফ সামার-এ মোট ১৫০ এক্সিবিটর অংশ নিয়েছে। পার্টনার স্টেট হয়েছে জম্মু ও কাশ্মীর। ত্রিপুরা হয়েছে ফিউচার স্টেট। সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহী প্রতিনিধিত্ব করছে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, ট্রাভেল অপারেটর এবং হোটেল ব্র্যান্ড হিসেবে।টিটিএফ-এর হলিডে পার্টনার হয়েছে মেকমাইট্রিপ।

যেসব এক্সিবিটর এখানে অংশ নিয়েছে তারা হল- সুইস ট্যুরস, এসও টিসি, থমাস কুক, বায়ু সেবা, স্পাইসল্যান্ড হলিডেজ, ভিভাদা ক্রুইসেস, সাইলানি, ভয়েজার্স ক্লাব ট্যুরস, আল্পস, রেজলিভ, ডলফিন ট্রাভেলস, হোম অ্যাওয়ে ট্যুরস এন্ড ট্রেকস, দ্য আরবিআই মিউজিয়াম, র‍্যাভিজ হোটেলস এন্ড রিসর্ট, ট্রিপ ট টেম্পল, সিটিআইএ হলিডেজ, হোটেল ডাউন্টাউন, দ্য টেরাসেস, দ্য সানা বিচ, কেসভি ট্যুরস এন্ড ট্রাভেলস, কার্ডিনাল হোটেলস এন্ড রিসর্ট, ওভারল্যান্ড এস্কেপ, সে রুমস, শকুন্তলা ভিলেজ এন্ড রিসর্টস।

টিটিএফ সামারকে যারা সমর্থন জানিয়েছে

টিটিএফ সামার প্রদর্শনীকে যারা সমর্থন করেছে তারা হল- ইনক্রিডেবল ইন্ডিয়া, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া, আউটবাউন্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এভেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, অ্যাডভেঞ্চার ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, অ্যাসোসিয়েশন অফ ডেমেস্টিক ট্যুর অপারেটর্স অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর্স, ট্রাভেল এজেন্টস হোটেলিয়ার্স এন্ড ট্রাভেলার্স, আয়েটা এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এসকেএ এল ইন্টারন্যাশনাল, এন্টারপ্রাইজিং এজেন্টস অ্যাসোসিয়েশন এন্ড হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক।

এই প্রদর্শনী আজ থেকে শুরু হল। চলবে আগামী রবিবার ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রবেশের সময় বেলা ১১টা বন্ধ হবে সন্ধে সাতটায়।

Published on: ফেব্রু ২১, ২০২০ @ ২১:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 74 = 76