
Published on: সেপ্টে ১০, ২০১৮ @ ২১:৩৫
এসপিটি নিউজ, কাঁথি ও বারুইপুর, ১০ সেপ্টেম্বরঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বাম-কংগ্রেসের বনধের দিনে এলাকায় প্রতিবাদ মিছিল ও ধিক্কার সভা করে কেন্দ্রের মোদি সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সরব হয় তৃণমূল কংগ্রেস। কাঁথিতে এক সভায় দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ শিশির অধিকারী বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন। বলেন, “তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে এ রাজ্যে কর্মদিবস নষ্ট হওয়ার সংখ্যা শূন্য হয়ে গেছে।বনধ হল কর্মনাশা।ধমকে-চমকে তৃণমূলকে আটকানো যাবে না।তৃণমূল কর্মীরা রক্ত দিতে, এমন কী জীবন দিতেও প্রস্তুত রয়েছে।”
এদিন বনধে সারা রাজ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।তবে বেশিরভাগ জায়গাতেই জঞ্জীবন ছিল স্বাভাবিক। কোথাও কোনও অশান্তির খবর আসেনি। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। বারুইপুর সহ দক্ষিণ ২৪ পগনা জেলার বহু স্টেশনে যাত্রী সংখ্যা ছিল অন্যান্য দিনের মতোই।
তিনি আরও বলেন, “সাড়ে চার বছরে টাকার দামে এত পতন কেন? এবং পেট্রোল-ডিজেলের এত মূল্যবৃদ্ধি কেন? তার জবাব দিতে হবে নরেন্দ্র মোদীকে।”
সভায় উপস্থিত ছিলেন উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি,জেলা পরিষদ সদস্য ও পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি উত্তম বারিক প্রমুখ।
Published on: সেপ্টে ১০, ২০১৮ @ ২১:৩৫