গভীর রাতে ভারতীয় উপকূলে সুন্দরবনের ঠাকুরান নদীতে আটক বাংলাদেশি ট্রলার

দেশ বাংলাদেশ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১০, ২০১৮ @ ২১:০৭

এসপিটি নিউজ, বারুইপুর, ১০ সেপ্টেম্বরঃ বিনা অনুমতিতে বৈধ কাগজ ছাড়া ভারত-বাংলাদেশের কোনও ট্রলার একে অপরের দেশে প্রবেশ করতে পারে না। অথচ সেই নিয়ম লঙঘ্ন করে কিভাবে একটি বাংলাদেশি ট্রলার ভারতীয় উপকূলে ঢুকে পড়ল তা নিয়ে তদন্ত শুরু করেছে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ। ট্রলারটিকে আটকও করেছে তারা। কাউকে পাওয়া না গেলেও সেখান থেকে সাত জোড়া জুতো পাওয়া গিয়েছে।মনে করা হচ্ছে ট্রলারে থাকা লোকজন নদী পথে জঙ্গলের দিকে চলে গিয়েছে।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ নদীতে টহল দেওয়ার সময় লক্ষ্য করেন একটি ট্রলার বিদ্যা নদী পেরিয়ে মাতলা নদী হয়ে সুন্দরবনের ঠাকুরান নদীর দিকে আসছে। তাদের থখন স্নদেহ হয়-এত রাতে এখানে ট্রলার কাদের? ভারতের কোনও ট্রলার তো এত রাতে এদিকে আসবে না। তাহলে এই ট্রলারটি কোথা থেকে এল?তার ট্রলারটির পিছু নেয়। জোরালো ট্ররচের আলো মারতে থাকে ট্রলারটিকে লক্ষ্য করে। বুঝতে পারে এটি বাংলাদেশি ট্রলার।

মাবস্যার রাত হওয়ায় অন্ধকার খুব গাড় ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে ট্রলারটি সোজা জঙ্গলের ভিতর ঢুকে পড়ে। আজমল মারি ১২ নম্বর জঙ্গলের কাছে ট্রলারটিকে আটক করলেও কাউকে ধরা যায়নি। পুলিশের স্পিড বোট সেখানে পৌঁছতেই দেখা যায় ট্রলারটি ফাঁকা পড়ে আছে। সেখানে কয়েক জোড়া জুতো ছাড়া কেউ নেই। ভোরে নদীতে ভাটা এলে ট্রলারটিকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ মনে করছে, বাংলাদেশি ট্রলারকে নিয়ে এত রাতে কোনও বৈধ লোকজন এই নদীতে বা উপকূলে ভারতীয় সীমান্তে প্রবেশ করবে না। তবে কারা এত রাতে হানা দিয়েছিল তা জানার জন্য আরও কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। তদন্তে উঠে আসবে এই ট্রলারে যারা ছিল তারা আদতে কারা।

Published on: সেপ্টে ১০, ২০১৮ @ ২১:০৭

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1