
সংবাদদাতা-বাপ্পা মন্ডল ছবি-বাপন ঘোষ
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৭ ফেব্রুয়ারিঃ প্রতিদিন যারা এলাকার নিরাপত্তার দায়িত্বে নিজেদের ব্যস্ত রাখেন দু’দিনের জন্য তারা সকলে মিলিত হয়েছিলেন নিজেদের ক্রীড়া উৎসবে যোগ দিতে। যেখানে থানার সাধারণ পুলিশ কর্মী থেকে জেলার উচ্চ পদস্থ আধিকারিক সকলেই অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। বৃহস্পতিবারই শেষ হল সেই প্রতিযোগিতা। ঝাড়গ্রাম জেলা পুলিশের এই আয়োজনে অংশ নিয়েছিল সিআরপিএফও। দেখার মতো ছিল এই ক্রীড়া উৎসব।উপস্থিত ছিলেন প্রধান অতিথি রাজ্য পুলিশের আইজি রাজীব মিশ্র, জেলা পুলিশের আরক্ষাধ্যক্ষ অরিজিত সিনহা সহ একাধিক উচ্চপদস্থ পুলিশের আধিকারিক।
ঝাড়গ্রাম পুরসভার ১ নং ওয়ার্ড কদমকাননে অবস্থিত জেলা পুলিশের ক্রীড়াপ্রাঙ্গনে আয়োজিত হয় বিভিন্ন ধরনের ইভেন্ট। সেখানে পুলিশের সব স্তরের অংশগ্রহন ছিল চোখে পড়ার মত। শুরু হয় এ এস আই দের ২০০ মিটার দৌড় প্রতিযোগিতার মাধ্যমে। সেখানে ছিল ১০০ মিটার, ২০০ মিটার, ৮০০ মিটার দৌড়, জ্যাভেলিন থ্রো, সট পাট, মহিলা পুলিশের মিউজিক্যাল চেয়ার থেকে শুরু করে একের পর এক ইভেন্ট।
তবে এর মধ্যেও অভিনবত্বের ছোঁয়া ছিল চোখে পড়ার মত। উচ্চপদস্থ আধিকারিকদের জন্য ছিল ক্রিকেট বল দিয়ে উইকেট হিটিং, নির্দিষ্ট রেঞ্জ থেকে বলকে হিট করে হোলে ঢোকানো, সি আর পি এফ ও জেলা পুলিশের মধ্যে দড়ি টানাটানি খেলা এছাড়া আরও কত কি।