প্রধানমন্ত্রী মোদি একদিনে চারবার পোশাক বদলান, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলল জোর চর্চা-রিপোর্ট হিন্দি সংবাদমাধ্যমে

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৭, ২০১৯ @ ২০:১৮

এসপিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৩ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীর গেছিলেন। সেখানে তিনি কিছু কর্মসূচিতে হাজির হয়েছিলেন।যেখানে প্রধানমন্ত্রী আরও একবার মানুষের নজর নিজের দিকে টেনে নেন। যার পরে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়ে যায়।

গত রবিবাব্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু-কাশ্মীরে দুটি জায়গায় যান। সেখানে মোট চারটি সভা করেন। আর সেই চারটি সভায় তাঁকে চার রকমের আলাদা আলাদা পোশাক পরতে দেখা যায়। সব কটি পোশাকের সঙ্গেই জম্মু কাশ্মীরের সংস্কৃতি জড়ে ছিল। এর আগেও প্রধানমন্ত্রীকে তাঁর সভায় আলাদা আলাদা পোশাকে দেখে গেছে। তখনো তা নিয়ে চর্চা হয়েছে। তবে এবার চর্চা অনেক বেশি মাট্রে লক্ষ্য করা গেছে।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক একজন এক একরকম লিখেছেন। কেউ লিখেছেন একদিনে এতবার পোশাক বলানো অনেক পরিশ্রমের কাজ। কেউ লিখেছে-এজন্য পিএমওকে প্রতিদিন ১৮ ঘণ্টা পরিশ্রম করতে হয়। আবার কেউ লিখেছেন- একদিনে পাঁচ বার পোশাক বদল করছেন মোদিজি, তাহলে পাঁচ বছরে দেশের জন্য কি করলেন?প্রাকন নেতা যোগেন্দ্র যাদব আবার এক কদম এগিয়ে লিকেছেন- সত্যি, এমনটা কোনও ফকিরই করতে পারে।এমন আরও অনেকে লিখেছে তাদের মতামত দিয়ে। এই সংবাদ গত ৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে হিন্দি সংবাদ মাধ্যম ‘পত্রিকা’তে।

Published on: ফেব্রু ৭, ২০১৯ @ ২০:১৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 29 = 35