Published on: মার্চ ২২, ২০১৮ @ ২১:১৭
এসপিটি নিউজ, মেদিনীপুর, ২২মার্চঃ দাবি ছিল অনেকদিনের। বাম আমল থেকেই এই দাবি জানিয়ে আসছিল পশ্চিম মেদিনীপুরের সাংবাদিকরা। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই সমস্যার সমাধান হয়ে গেল। বৃহস্পতিবার মেদিনীপুর প্রশাসনিক বৈঠকে জেলাশাসক জগদীশ প্রসাদ মীনাকে নির্দেশ দেন মেদিনীপুর প্রেস ক্লাবকে জমি দেওয়ার বিষয়টি দেখুন। ওরা জমি পাবে।
মুখ্যমন্ত্রী এই কথা জানানোর পর স্বভাবতই খুশি পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের সদস্যরা। ক্লাবের সম্পাদক সুজয় খাঁড়া ও সভাপতি সোমেশ্বর মন্ডল মুখ্যমন্ত্রীকে এজন্য ধন্যবাদ জানিয়েছেন। সম্পাদক সুজয় জানান, মুখ্যমন্ত্রী প্রেস ক্লাবকে জমি দেবেন বলে জানিয়েছেন। সরকারের কাছ থেকে এই জমি পাওয়ার পর পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের কার্য্যালয় তৈরি করা হবে। এই কাজ সম্পূর্ণ হলে এখানকার সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা উপকৃত হবেন।
Published on: মার্চ ২২, ২০১৮ @ ২১:১৭