রাজ্যে কোভিড বিধিনিষেধের সময়সীমা ১৫জুলাই পর্যন্ত বাড়ল, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস

Main রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ২৮, ২০২১ @ ১৮:৫৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৮ জুন:  করোনার দ্বিতীয় ডেউ-এর সংক্রমণের হার কমতে শুরু করেছে। তবে এখনই সব তুলে দেওয়া হচ্ছে না। যদিও সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন- সব রকমের সতর্কতা অব্লম্বন করে রাজ্যে কোভিড বিধিনিষেধ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এখনঈ সব কিছু তুলে না দিয়ে ধীরে ধীরে এগোচ্ছি। এবার আমরা বাস চালানর সিদ্ধান্ত নিলাম। তবে কোভিড বিধি মেনে ৫০শতাংশ যাত্রী নিয়েই চালানোর অনুমতি দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকে যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলেনেছেন, তা হল-

আগের মতোই বন্ধ

রাত্য ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া সব কিছু আগের মতোই বন্ধ থাকছে।

৫০ শতাংশ ক্যাপাসিটি নিয়ে বাস চালানোর অনুমতি

এবার আমরা বাস চালু করে দিচ্ছি। সরকারি ও বেসরকারি সমস্ত বাস ৫০ শতাংশ ক্যাপাসিটি নিয়ে চালা্নোর অনুমতি দিচ্ছি। একই সঙ্গে অটো, টোট, ট্যাক্সি সহ সমস্ত রকমের প্রাইভেট গাড়ি চালানোর অনুমতি দিচ্ছি। তবে চালক, কন্ডাক্টর থেকে শুরু করে অন্যান্য স্টাফদের টিকা নিয়ে নিতে হবে।গাড়ি প্রতিদিন স্যানিটাইজ করতে হবে।

টিকারণ নিয়েই খোলা যাবে সেলুন, বিউটি পার্লার

সেলুন, বিউটি পার্লার সকাল ১১টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত খোলা থাকবে। সেখানেও ৫০ শতাংশ আসনের ব্যবস্থা রাখতে হবে। এর বেশি নয়। এখানেও দোকানের কর্মচারী ও ক্রেতাদের টিকাকরণ থাকতে হবে। দোকান নিয়মিত স্যানিটাইজেশন করতে হবে।

বাজার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত খোলা

সবজি বাজার ও মাছের বাজার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলার অনুমতি দেওয়া হয়েছে। আগে এটা সাতটা থেকে খোলা থাকত। এছাড়াও অন্যান্য সমস্ত দোকান বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলার অনুমতি দিয়েছি।

খোলা থাকবে জিম

জিম সকাল ৬টা থেকে ১০টা ও বিকেল ৪টে থেকে রাত আটটা পর্যন্ত কোভিড বিধি মেনে খোলার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে সকলকে কোভিড টিকা নিতে হবে এবং মাস্ক পরতে হবে।

রাজ্যে করোনা স্নগক্রমণের হার নেমে এসেছে ৩.৩ শতাংশে

বিধানসভা নির্বাচনের সময় প্রথম ধাপে করোনা সংক্রমণের হার ২.৩ শতাংশ থাকলেও শেষ ধাপে অর্থাৎ অষ্টম ধাপে এসে তা ৩৩ শতাংশ হয়ে গেছিল। এখন আমরা তা ৩.৩ শতাংশে নামিয়ে এনেছি। করোনা মুক্ত হয়েছে ৯৭.৩৬ শতাংশ মানুষ। ২.১২ কোটি মানুষকে দেওয়া হয়েছে। ৪০ লক্ষ সুপার স্প্রেডারদের দেওয়া হয়েছে।

৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে অফিস

সরকারি ও বেসরকারি অফিসগুলিকে ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে। আগে এটা ২৫ শতাংশ ছিল। ব্যাঙ্ক খোলা থাকবে ১০টা থেকে দুপুর দু’টো পর্যন্ত।তবে কর্মীদের প্রত্যেকের টিকার ব্যবস্থা করতে হবে।আর সংশ্লিষ্ট অফিসগুলিকে তাদের নিজেদের দায়িত্বেই কর্মীদের যাতায়াতের ব্যস্থা করতে হবে। এটা সরকার করবে না।

Published on: জুন ২৮, ২০২১ @ ১৮:৫৯


শেয়ার করুন