
সংবাদদাতা-কৃষ্ণা দাস
Published on: সেপ্টে ৩, ২০১৮ @ ২১:০৬
এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৩ সেপ্টেম্বরঃ বিশ্বের নানা প্রান্তে অবস্থিত ইসকনের শাখা কেন্দ্রের পাশাপাশি শিলিগুড়ি ইসকন মন্দিরেও মহা সমারোহে পালিত হচ্ছে জন্মাষ্টমী মহোৎসব। আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে উৎসব। পুজো, যজ্ঞ, প্রার্থণা, নাম-সংকীর্তন সবই চলছে মহাসমারোহে। মহাপ্রসাদের তালিকায় বাহারি আইটেম। থাকছে ছাপান্ন ভোগও।
ইসকনের নিয়ম অনুসারে সোমবার জন্মাষ্টমী উৎসব পালিত হয়। তবে মন্দিরে শ্রীকৃষ্ণের বন্দনা চলার পাশাপাশি মন্দিরের বাইরে প্রায় ৫০জন কচিকাচা কৃষ্ণ ও রাধা, গোপী ও গোপী বল্লভ সেজে ফ্যান্সী ড্রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যা সকলের প্রশংসা কুড়িয়েছে। সন্ধ্যার পর শুরু হয় যজ্ঞ, রাত ১১ টায় অভিষেকের পর হবে বিশেষ প্রার্থনা ও পুষ্পাঞ্জলী অর্পন।
মঙ্গলবার পালিত হবে নন্দ উৎসব। এদিন আবার ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত প্রভুপাদর আবির্ভাব দিবস। তাই এই দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করে থাকে ইস্কনের প্রতিটি শাখা। জানান শিলিগুড়ি ইসকনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস।
Published on: সেপ্টে ৩, ২০১৮ @ ২১:০৬