৫১ শতাংশ শেয়ার কিনে লা লিগায় স্প্যানিশ ক্লাবের মালিক হয়ে গেলেন রোনাল্ডো

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ৩, ২০১৮ @ ২১:৫১

এসপিটি নিউজ ডেস্কঃ এক সময় দেখা মাঠে দাপিয়ে বেড়াতে। যাঁর পায়ের জাদু দেখার জন্য ফুটবলপ্রেমীরা বসে থাকতেন টিভির সামনে- সেই ব্রাজিলের বিশ্বখ্যাত ফুটবলার রোনাল্ডো এবার ফুটবলের নতুন ভাবে যুক্ত হতে চলেছেন। তবে এবার তিনি খেলোয়াড়ের ভূমিকায় নয় ফুটবল প্রশাসকের ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন। স্পেনের বিখ্যাত লা লিগার ক্লাব রিয়েল ভ্যাল্যাডলিডের মালিক হচ্ছেন তিনি। এই ক্লাবের ৫১ শতাংশ শেয়ার কিনেছেন বিশ্বের এই কিংবদন্তি ফুটবলার।

সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গেছে, রিয়েল ভ্যাল্যাডলিডের ক্লাব প্রেসিডেন্ট কার্লোস সুয়ারেজ এক সাংবাদিক সম্মেননে বলেছেন, আজকের শুরুটা হচ্ছে রোনাল্ডো একাই ক্লাবের ৫১ শতাংশ শেয়ার কিনেছেন। তিনি একজন আদর্শ এবং যিনি ফুটবলকে ভালোবাসেন আর স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে চান।”

রোনাল্ডো একসময় রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে লা লিগায় খেলেছেন। ব্রাজিলের হয়ে দু’বার বিশ্বকাপ জিতেছেন।রোনাল্ডো বলেন, “এটি আমার জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন । “আমি খেলার মধ্যে এবং বাইরে উভয় দিক সামলে ক্লাবকে ভালো জায়গায় নিয়ে যাব। আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন।”

গত মরশুমে শীর্ষ পর্যায়ে উন্নতি অর্জন করে এবং ১৬তম স্থানে লা লিগায় তাদের অভিযান শেষ করে। শুরুতে প্রথম দুটিতে এবং একটি হারে।

রোনাল্ডো ২০১১ সালে অবসর নেন। ১৯৯৬, ১৯৯৭ ও ২০০২ সালে বর্ষসেরা খেলোয়াড় হন। এখন দেখার বিষয় প্রশাসক হিসেবে রোনাল্ডোর দ্বিতীয় ইনিংস কেমন হয়। এজন্য আরও কয়েকটা দিন আমাদের অপেক্ষায় থাকতে হবে।

Published on: সেপ্টে ৩, ২০১৮ @ ২১:৫১

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 1