Published on: ডিসে ২৭, ২০১৭ @ ১৬:৩৪
এসপিটি নিউজ, নয়াগ্রাম, ২৭ ডিসেম্বরঃ ফের হাতির হামলার ঘটনা ঘটল ঝাড়গ্রামে। উড়িষ্যার দিক থেকে ঢূকে পড়া এই হাতির দল্টির হামলায় তটস্থ হয়ে পড়েন গ্রামবাসীরা। সবাই ঘরে ঢুকে যায়। কেউ কেউ ভয়ে পালাতে থাকে। আর সেই সময় চিৎকার-চেঁচামেচি শুনে এক বৃদ্ধ ঘর থেকে বেরিয়ে আসতেই হাতির দলের সামনে পড়ে যায়। হাতির ধাক্কা খেয়ে দূরে ছিটকে পড়েন। শেষ পর্যন্ত চিকিৎসক এলেও বাঁচানো যায়নি তাঁকে।মৃত ঐ বৃদ্ধর নাম সুবর্ণ চন্দ (৮০)। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে নয়াগ্রামের ঝগরি গ্রামের ১০ নম্বর অঞ্চল বালিগেড়িয়ায়।
ঘটনায় প্রকাশ,গতকাল রাতে উড়িষ্যার দিক থেকে ৭০ টি হাতির দল ঢুকে পরে নয়াগ্রামে। গ্রামের সব বারিতেই এখন গোলা ভরা ধান। এই সময়টা ধান মজুত থাকে গ্রামের প্রায় সব বাড়িতেই। আর হাতির দল সেই লোভেই সীমানা লাগোয়া গ্রাম বালিগেরিয়াতে রাতের অন্ধকারে ধান খেতে ঢোকে। হাতির দলটি ঝগড়ি গ্রামে ব্যাপক ক্ষতি করে ধানের। ভয়ে গ্রামবাসীরা মাঠের দিকে পালিয়ে যায়। কিন্তু আশি বছরের বৃদ্ধ সুবর্ণ চন্দ্র বাড়ির ভিতরে ছিলেন, চিৎকার শুনে ঘর থেকে তিনি বেরিয়ে আসতেই হাতির সামনে পড়ে যান। তাকে ধাক্কা মেরে দুরে সরিয়ে দেয় হাতি। হাতির ধাক্কায় ছিটকে পরেন বৃদ্ধ। মাথায় আঘাত পেয়ে মারা যান ঘটনাস্থলে। পরে হাতি চলে গেলে স্থানীয় ডাক্তার এসে জানিয়ে দেন বৃদ্ধ আর বেঁচে নেই। আজ সকালে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়। বনদফতর সূত্রে জানা গেছে, ক্ষতিপূরণ পাবেন মৃতের পরিবার।ছবি-রামপ্রসাদ সাউ
Published on: ডিসে ২৭, ২০১৭ @ ১৬:৩৪