টাকার অভাবে বোনের মৃতদেহ দাহ না করে বাড়িতে রেখে দিল দাদা

রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ২৭, ২০১৭ @ ১৯:০৬

এসপিটি নিউজ, হাওড়া, ২৭ডিসেম্বর-বোনের মৃত্যুর পরে তার মৃতদেহ দাহ করার মত আর্থিক সঙ্গতি না থাকায় বোনের মৃতদেহ দাহ না করে বাড়িতে রেখে দিল দাদা। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার ময়রাপাড়ায়। মৃতার নাম করবী ধাড়া (৬২)।বুধবার সকালে স্থানীয বাসিন্দারা পুলিশে খবর দিলে উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে দাহ করার ব্যবস্থা করে।

সূত্রের খবর ময়রাপড়ায় একটি ভাড়া বড়িতে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক নীলরতন ধাড়া তার দুই অবিবাহিত বোনকে নিয়ে থাকত। করবী ধাড়া দীর্ঘদিন অসুস্থা থাকার পরে গত ২২ ডিসেম্বর তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে ২৪ ডিসেম্বর তার মৃত্যু হয়।  টাকার অভাবে নীলরতন বোনের মৃতদেহ বাড়িতে না আনতে পারায় মঙ্গলবার হাসপাতাল কতৃপক্ষ্ মৃতদেহ বাড়িতে পাঠিয়ে দেয়। যদিও টাকা না থাকায় নীলরতন ধাড়া বোনের মৃতদেহ দাহ না করে বাড়িতে রেখে দেয়। বুধবার সকালে পুলিশ খবর পেয়ে মৃতদেহ দাহ করার ব্যবস্থা করে।

নীলরতন ধাড়ার বক্তব্য ২৪ ডিসেম্বর বোনের মৃত্যুর পরে মৃতদেহ বাড়িতে আনার জন্য এ্যাম্বুলেন্স ৪০০ টাকা দাবী করলে আমরা কাছে সেই টাকা না থাকায় বোনের মৃতদেহ বাড়িতে আনতে পারিনি এমনকি হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে পাঠিয়ে দিলেও টাকা না থাকায় মৃতদেহ দাহ করতে পারিনি। তার অভিযোগ তার অনেক টাকা পাওনা আছ যেগুলি তিনি না পাওয়ায় এই পরিস্থিতি। Published on: ডিসে ২৭, ২০১৭ @ ১৯:০৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 3