
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-বাপন ঘোষ
Published on: আগ ১৩, ২০১৮ @ ২৩:০০
এসপিটি নিউজ, গড়বেতা, ১৩ আগস্টঃ দ্রুত গতিতে আসা একটি ট্রাক রাস্তার ধারে থাকা কয়েকটি দোকানে ঢুকে ভয়াবহ দুর্ঘটনা ঘটায়। এর ফলে ঘটয়াস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। ঘাতক গাড়ির চালক ও খালাসি পালিয়েছে। সোমবার রাত ন’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা থানার ৬০নম্বর জাতীয় সড়কের ধারে গরবেতার ডাকবাংলো রোডে।
আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে গরবেতা থানার পুলিশ। চলছে উদ্ধার কাজ।ঘটনার পর ৬০ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মেদিনীপুর থেকে বাঁকুড়া গ্রামের রাস্তায় যানবাহন চলাচল স্তব্ধ। এলাকায় উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে আসা ট্রাকটি আচমকা কয়েকটি দোকানের ভিতর ঢুকে পড়ে। ঘটনাস্থলে মৃত তিনজন হলেন ভুসিমাল দোকানদার নির্মল খামরুই(৫২)। বাড়ি গড়বেতার আমলাগোড়া গ্রামে। আর একজন হলেন দরজি ব্যবসায়ী আনন্দ মাইতি (৩৮)।বাড়ি গরবেতা থানার কাকড়াশোল গ্রামে।মৃত অপর আরেকজনের নাম পিন্টু মাইতি (২৬)। বাড়ি গড়বেতা থানার কাকড়াশোল গ্রামে।
Published on: আগ ১৩, ২০১৮ @ ২৩:০০