রাজ্য পুলিশ পরিস্থিতি শান্তিপূর্ণ বললেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র্ক নাড্ডার কনভয়ে হামলার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১০, ২০২০ @ ১৮:২৪

এসপিটি নিউজ:  ডায়মন্ডহারবারে দলীয় সভা করতে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি যে পে নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়েছে তা নিয়ে সরব হয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও পশ্চিমবঙ্গ পুলিশ ট্যুইট করে জানিয়ে দিয়েছে-বিজেপি সভাপতির কনভয়ে কিছুই হয়নি। প্রত্যেকেই নিরাপদ এবং পরিস্থিতি শান্তিপূর্ণ। যা কেমদ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অত্যন্য গুরুত্ব দিয়ে দেখা শুরু করে দিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইট বার্তায় লিখেছেন-“আজ, বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি-র উপর আক্রমণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এই ঘটনার যতই নিন্দা করা হোক না কেন তা কম হবে।কেন্দ্রীয় সরকার এই আক্রমণকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে। এই স্পনসরিত সহিংসতার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্যের শান্তিকামী মানুষের কাছে জবাব দিতে হবে।”

“তৃণমূল শাসনের অধীনে বাংলা অত্যাচার, অরাজকতা ও অন্ধকারের যুগে চলে গেছে।টিএমসির শাসনের অধীনে পশ্চিমবঙ্গে যেভাবে রাজনৈতিক সহিংসতা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং চরমভাবে নিয়ে আসা হয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী তাদের সকলের জন্য দুঃখজনক ও উদ্বেগজনক।” লিখেছেন অমিত শাহ।

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী যখন এমনটা লিখছেন তখন পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু ট্যুইট করে লিখেছে- “বিজেপির সর্বাভারতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডা,  দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের ভেন্যুতে নিরাপদে পৌঁছেছেন। তাঁর কনভয়ের কিছুই হয়নি। ফলতা থানা এলাকায় দেবিপুরে কয়েকজন পথচারী, ডায়মন্ডহারবারে বিক্ষিপ্তভাবে এবং হঠাৎ তাঁর কনভয়ের পিছনে লম্বা যানবাহনের দিকে পাথর নিক্ষেপ করে। তবে প্রত্যেকে নিরাপদ এবং পরিস্থিতি শান্তিপূর্ণ। প্রকৃত ঘটনাগুলি অনুসন্ধানের জন্য বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

এখন রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে – তাহলে আজ যা ঘটলো তাহলে সেগুলো কিছুই নয়। বিষয়টি বেশ গম্ভীর আকার নিতে চলেছে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। কারণ, রাজ্য পুলিশ ‘পরিস্থিতি শান্তিপূর্ণ’, ‘কিছুই হয়নি’, ‘নিরাপদে সকলে’ বললেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু বেশ গুরুত্ব দিয়েই ঘটনাটিকে দেখা শুরু করেছে।

Published on: ডিসে ১০, ২০২০ @ ১৮:২৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

81 + = 86