গ্যালারিতে বসে রোহিত-শিখরদের সমানে উৎসাহ জুগিয়ে গেলেন ঋতিকা-আয়েষা

খেলা দেশ বিদেশ
শেয়ার করুন

বিশেষ সংবাদদাতা- অনিরুদ্ধ পাল

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ১০:৫০

এসপিটি স্পেশাল নিউজ, ২৪ সেপ্টেম্বরঃ  প্রতিপক্ষ পাকিস্তান। সারাক্ষণই থাকে টেনশন।

  • প্রথমে ব্যাট হাতে নেমে সাত উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ২৩৭ রান।
  • ভারত সেখানে ৩৯.৩ বল খেলে মাত্র একটি উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় অনায়াসে।
  • জয়ের কারিগর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা-১১৯ বল খেলে ১১১ রান(৭টি চার আর ৪টি ছয়)। শিখর ধাওয়ান-১০০ বল খেলে ১১৪রান (১৬টি চার ও ২টি ছয়)।জোড়া সেঞ্চুরি।
  • কিন্তু যেটা অনেকেই জানতে পারেননি তা হল এই দুই খেলোয়াড় যাদের কাছ থেকে সমানে উৎসাহ পেয়ে গেলেন তারা হলেন তাদের স্ত্রী ঋতিকা আর আয়েষা।

২৩৮ রানের টার্গেট হাতে নিয়ে সবে মাত্র দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও সহযোগী খেলোয়াড় শিখর ধাওয়ান। সবাই তখন প্রতীক্ষায়। ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা। তার উপর এই রান! পারবে তো ভারত ম্যাচ বের করতে? এই প্রশ্ন তখন স্টেডিয়ামের আনাচে-কানাচে ঘোরাফেরা করতে শুরু করেছে।

গ্যালারিতে তখন একদিকে ভিআইপি লাউঞ্জে বসে রোহিত জায়া ঋতিকা আর পাশে শিখরের স্ত্রী আয়েষা। সঙ্গে তাদের ছোট্ট ছেলে।ওদেরও চোখে-মুখে চাপা টেনশন। আগের ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেও এবার হবে তো? সকলেই উৎকন্ঠায়।

শুরু হল খেলা। ওদের চোখ তখন আর পাঁচজন ভারতীয় দর্শকদের মতোই মাঠের দিকে। এটাই স্বাভাবিক। কিন্তু ওদের মনে তখন খুব টেনশন শুরু হয়ে গেছে। এরপর রোহিত আর শিখর তাদের স্বাভাবিক ছন্দে ফিরে এল। শুরু হল রান তোলা। ক্রমেই তারা এগোতে থাকল লক্ষ্যের দিকে। ঋতিকার টেনশন সবচেয়ে বেশি। কারণ, ইংল্যান্ড সিরিজে টেস্ট টিমে জায়গা হয়নি তাঁর স্বামীর। এখানে তাই ভাল খেলে নিজেকে প্রমাণ করাছাড়া দ্বিতীয় কোনও পথ নেই। কাজেই একটা দুটো ম্যাচে ভালো খেললেই হবে না প্রতিটি ম্যাচে যে রোহিতকে ভাল খেলে যেতেই হবে। আর সেটাই জীবনসঙ্গিনী হিসেবে দেখতে চায়। রোহিত ভাল খেললে তাঁরও যে ভাল লাগে। আর তাই তো প্রতিটি ম্যাচেই সে স্বামীর জন্য গ্যারিতে বসেই গলা ফাটিয়ে যায়। এদিনও টিভি ক্যামেরা যতবার তাঁর দিকে মুভ করেছে ততবারই দেখা গেছে রোহিতের প্রতিটি শটে সে হাততালি দিচ্ছে।

একই ছবি দেখা গেছে শিখরের স্ত্রী আয়েষার ক্ষেত্রেও। এদিন তাঁকেও দেখা গেল ঋতিকার পাশে দাঁড়িয়ে উৎসাহ দিয়ে যেতে। ছোট ছেলেটিকে নিয়েই সে স্বামীর জন্য গলা ফাটিয়ে গেলেন। প্রথমে হাফ সেঞ্চুরি করলেন শিখর ধাওয়ান। পরে রোহিত শর্মা। দু’জনকেই দেখা গেল গ্যালারির একটি বিশেষ দিকে ব্যাট তুলে অভিবাদন নিতে। তখনই টিভি ক্যামেরা তাক করল ওদের জীবনসঙ্গিনীর দিকে।ঋতিকা আর আয়েষাকে দেখা গেল উঠে দাঁড়িয়ে হাত নাড়তে।

সেঞ্চুরিও আগে করেন শিখর ধাওয়ান। তখনও দেখা গেছে আয়েষার সঙ্গে ঋতিকাকে উঠে দাঁড়িয়ে মাঠের দিকে হাত নাড়তে। এমন এক হাই-ভোল্টেজ ম্যাচে তাদের স্বামীরা পাকিস্তানের বোলারদের নিয়ে ছেলেখেলা করছে তা যে ওদের দু’জনকে খুব তৃপ্তি দিয়ে যাচ্ছিল তা কিন্তু গ্যালারিতে ঋতিকা-আয়েষাদের মুখের ভাব-ভঙ্গিমাতেই প্রকাশ পেয়েছে। শেষে যখন রোহিতের ব্যাট থেকে সেঞ্চুরি এল তখন দেখা গেল ঋতিকার চোখের কোনে জল। ছলছল চোখে উঠে দাঁড়িয়ে তাঁর প্রিয় ভালবাসার মানুষটির দিকে তাকিয়ে হাত নেড়ে চলেছেন। পাশে বসে থাকে শিখরের স্ত্রী আয়েষাকে দেখা গেল সেই সময় এগিয়ে গিয়ে ঋতিকাকে গলা জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাতে।

সত্যি মাঠে ব্যাট হাতে না নেমেও ওরাও যে আজ “সেঞ্চুরি” হাঁকালেন অনায়াসে।

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ১০:৫০

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 3