US OPEN 2018: ফাইনালে ওসাকার মুখোমুখি সেরেনা

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ৭, ২০১৮ @ ১৬:৪৪

এসপিটি স্পোর্টস ডেস্কঃ কোয়ার্টার ফাইনালের পর এবার সেমিফাইনালেও আরও সাবলীল সেরেনা উইলিয়ামস। বিপক্ষকে একেবারে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন। লাটভিয়ান প্রতিদ্বন্দ্বী অ্যানাস্তাসিজা সেভাস্টোভাকে মাত্র ৬৬মিনিটে ৬-৩, ৬-০ সেটে উড়িয়ে দেন সেরেনা।

২৩বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এবার মুখোমুখি হবে জাপানের নাওমি ওসাকার বিরুদ্ধে। এদিন তিনি সেমিফাইনালে হারান আমেরিকার ম্যাডিসন কিজস্ক ৬-২, ৬-৪ সেটে। এই প্রথম কোনও জাপানি মহিলা খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম-এর ফাইনালে উঠলেন।

ওসাকা সেরেনার চেয়ে এক বছরের বড়। ১৯৯৯ সালে সেরেনা তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা জিতেছিলেন। এবার যদি ফাইনালে তিনি ওসাকাকে হারাতে পারেন তাহলে মার্গারেট কোর্টে ২৪ বার সিঙ্গলস ফাইনাল জেতার রেকর্ড স্পর্শ করবেন।

সেরেনে বলেন, “এ তো সবে শুরু। কয়েক মাস হয়েছে আমি ফিরে এসেছি কোর্টে। আমি এখন এবছর বাকি দিনগুলি এবং সামনের বছরের প্রতিযোগিতাগুলির দিকে এগোচ্ছি। সেদিকেই এখন আমার লক্ষ্য। আমি এখন সেদিকেই মনোনিবেশ করতে চাই। আমি এখন আমার উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।”

Published on: সেপ্টে ৭, ২০১৮ @ ১৬:৪৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

81 − 72 =