গোয়ালতোড়ের জঙ্গলে হরিণের মৃত্যু, ময়না তদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে বন দফতর

বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                        ছবি-রামপ্রসাদ সাউ

Published on: এপ্রি ৪, ২০১৮ @ ২৩:১৫

এসপিটি নিউজ , গোয়ালতোড়, ৪ এপ্রি্লঃ  গ্রামে ঢুকে পড়া একটি হরিণকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসার পরই তার মৃত্যু হল। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে গরমে হার্ট অ্যাটাক হয়েই মৃত্যু হয়েছে হরিণটির। যদিও বন দফতর জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। মঙ্গলবার বিকেলে  গোয়ালতোড়ের মাইলিসাই রেঞ্জের সুবলবান্দির জঙ্গলে মৃত হরিণটিকে উদ্ধার করা হয়।

বন দফতরের এক আধিকারিক জানান, সোমবার হুমগড় রেঞ্জের জঙ্গলের দিকে একটি গ্রামের ভিতর ঢুকে পড়ে হরিণটি। গ্রামে হরিণ দেখে বাসিন্দারা ছুটে আসে। এরপর হরিণটিকে তারা ধরে ফেলে। খবর দেয় বন দফতরে।

বনকর্মীরা গ্রামে এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর তারা মাইলিসাই রেঞ্জের সুবলবান্দি কুমারীর জঙ্গলে নিয়ে গিয়ে হরিণটিকে ছেড়ে দেয়। তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার বিকেলে ওই জঙ্গলের ভিতর হরিণটিকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।

কিভাবে হরিণটির মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বাধঁছে। কেউ বলছে গরমে হার্ট অ্যাটাকে হরিণটির মৃত্যু হয়েছে। আবার কেউ বলছে, অন্য কোনও কারণও হতে পারে। তাই এখন ময়না তদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে আছে সকলে।

Published on: এপ্রি ৪, ২০১৮ @ ২৩:১৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

49 − = 43