সংবাদদাতা– বাপ্পা মন্ডল
ছবি-বাপন ঘোষ
Published on: মার্চ ২, ২০১৯ @ ২০:৫৩
এসপিটি নিউজ, গোপীবল্লভপুর, ২ মার্চঃ শহীদ হলেন আরও এক জওয়ান। না, কোনও জঙ্গির আক্রমণে নয় নেহাতই এক দুর্ঘটনা কেড়ে নিলে তার প্রাণ।বিএসএফ-এর ৭৬ নম্বর ব্যাটেলিয়নের হেড কনস্টেবল শহীদ বীর সনাতন সোরেনকে তাঁর গ্রামের বাড়িতেই গান স্যালুট দেওয়া হয়।তাঁর এই অকাল মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া।
জানা গেছে, গোপীবল্লভপুরের বাসিন্দা সনতন কর্মরত ছিলেন নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর ৭৬ নম্বর ব্যাটেলিয়নে হেড কনস্টেবল পদে। সেখানেই ছিলে তাঁর ডিউটি। ওয়াচ টাওয়ারে ডিউটি সেরে তিনি যখন সেখান থেকে নীচে নামেন সেইসময় আচমকা পা হড়কে পড়ে যান নীচে। সেইসময় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। শহীদ হন সনাতন।
আজ শনিবার সকালে তাঁর পার্থিব শরীর নিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা পৌঁছন গোপীবল্লভপুরের বাড়িতে। সেখানে সেনার নিয়মানুসারে গান স্যালুট দিয়ে সনাতনের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। এদিন সনাতন দেখতে ও তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হন বহু মানুষ।
Published on: মার্চ ২, ২০১৯ @ ২০:৫৩