শারীরিক নয়, মানসিকভাবে হেনস্থা করেছে পাকিস্তান- সেনা হাসপাতালে বললেন অভিনন্দন

দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ২, ২০১৯ @ ২০:১৮

এসপিটি নিউজ, নিউ দিল্লি, ২ মার্চঃ চলছে সেনা হাসপাতালে অভিনন্দনের স্বাস্থ্য পরীক্ষা। জিজ্ঞাসাও করা হচ্ছে সেখানে। আর সেই জিজ্ঞাসাবাদের সময় সময় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্দার অভিনব ভর্তমান জানালেন -পাকিস্তানে বন্দি থাকার সময় সেখানে তাঁকে শারীরিক নয়, মানসিকভাবে হেনস্থা করা হয়েছে।

রবিবার রাত ১১টা ৪৫মিনিট নাগাদ তিনি দিল্লি এসে পৌঁছন। সেখানে তাঁকে সেনা হাসপাতালে নিয়ে আসা হয়। আজ শনিবার সারাদিন তাঁর সঙ্গে ওনেকেই দেখা করতে আসেন। যাঁদের মধ্যে দেশের প্রতিরক্ষমন্ত্রী নির্মলা সীতারমন ছাড়াও ছিলেন বায়ুসেনার উচ্চ পদস্থ আধিকারিকরা।দেখা করেন তাঁর পরিবারের সদস্যরা। সকলের সঙ্গেই তিনি কথা বলেন। তাঁকে নিয়ে যাওয়া হয় এয়ার ফোর্স সেন্ট্রাল মেডিক্যাল এস্ট্যাব্লিশমেন্ট-এ। এখানে তাঁর শরীরের চেক আপ করা হবে। রাখা হবে রবিবার পর্যন্ত।

এদিন প্রতিরক্ষামন্ত্রী সীতারমন দেখে করতে গিয়ে অভিনন্দনকে বলেন- দেশ তাঁর সাহস ও দৃঢ়তা নিয়ে গর্ব করছে। এক আধিকারিক সংবাদ মাধ্যমকে বলেন- অভিনন্দন এদিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার সময় জানান যে পাকিস্তানে তাঁর যে ৫৬ ঘণ্টা কেটেছে তা কেমন ছিল। তারা তাঁর সঙ্গে কেমন ব্যবহার করেছে।

বুধবার পাকিস্তানের তিনটি বিমান ভারতীয় সীমানায় ঢুকে পড়েছিল। এই সময় আমাদের বায়ুসেনার ইস্টার্ন কম্যান্ড-এর দুটি মিগ-২১ এবং তিনটি সুখোই-৩০ কে পাকিস্তানের বিমানকে র৫উখতে নির্দেশ দেওয়া হয়েছিল। অভিনন্দন মিগ-২১ নিয়ে পাকিস্তানের এফ-১৮ এর পিছু নেয়। তাকে তাড়া করে নিয়ে যায়। পরে এফ-১৬কে ধ্বংস করে। কিন্তু মিগ-২১ ও দুর্ঘটনার কবলে পড়ে। সেইসময় অভিনন্দন প্যারাশুটে করে নেমে পড়েন। কিন্তু পাকিস্তানের মাটিতে নামার জন্য তারা তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর অভিনন্দনকে পাক সেনা জিজ্ঞাসবাদ করে। কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে অভিনন্দন তদের জানিয়ে দেন তিনি তাদের প্রশ্নের জবাব দিতে পারবেন না, এজন্য তিনি দুঃখিত। তাঁর এই সাহস ও বুদ্ধিমত্তা আজ সকলের মুখে। দেশবাসী এজন্য গর্ব করছে।

Published on: মার্চ ২, ২০১৯ @ ২০:১৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 6