
Published on: সেপ্টে ৯, ২০১৮ @ ২০:৫৫
এসপিটি নিউজ, তারাপীঠ, ৯ সেপ্টেম্বরঃ গতবারের ভিড় ছাপিয়ে গেল এবার তারাপীঠে। তারাপীঠ মন্দির, মহাশ্মশান থেকে শুরু করে দ্বারকা নদীর ঘাট, ত্রিনয়নী আশ্রম সর্বত্র ছিল মাতৃ ভক্তদের সমাগম। নিরাপত্তার কাজণে এবার গর্ভগৃহে সাধারণের প্রবেশে নিষধাজ্ঞা জারি করা হয়।তবে তবু ভক্তদের ঢল এত টুকু কমেনি। বরং গত বারের চেয়ে অনেকটাই বেশি ছিল। মেইন রাস্তা থেকে মন্দিরের প্রধান ফটক থেকে শুরু করে গোটা মন্দির চত্বর ২০টী সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়। সংবাদ প্রভাকর টাইমস পাঠকদের কাছে তুলে ধল আজকের সারা দিনে তারাপীঠের নানা দিকের একাধিক ছবি।
১।তারাপীঠ মহাশ্মশান ভক্তদের আনাগোনা
২।মা তারার গর্ভগৃহের বাইরের ছবি
৩।নাট মন্দিরের চাতালে বসে মায়ের কাছে ভক্তদের প্রার্থণা।
৪।মন্দিরে ঢোকার প্রবেশ দ্বার আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে।
৫।ত্রিনয়নী আশ্রমে যজ্ঞ ও পূজার্চনায় তন্ত্রগুরু ও তারাতন্ত্রসাধক শ্রীশিশির কুমার শর্মা।
৬।ত্রিনয়নী আশ্রমে শ্যাম ও শ্যামামায়ের মন্দিরে ভক্ত সমাগম
৭।কৌশিকী অমাবস্যায় মঙ্গলময়ী মা তারা।
Published on: সেপ্টে ৯, ২০১৮ @ ২০:৫৫