মুখ্যমন্ত্রীর শান্তি প্রক্রিয়াকে অক্ষুন্ন রেখে জঙ্গলমহল থেকে বিজেপিকে হটানোর ডাক দিল তৃণমূল কংগ্রেস

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল                                                                 ছবি-বাপন ঘোষ

Published on: সেপ্টে ৯, ২০১৮ @ ২৩:০০

এসপিটি নিউজ, শালবনী, ৯ সেপ্টেম্বরঃ মাত্র কয়েকটি আসন জেতার পর বিজেপি জঙ্গলমহলে সন্ত্রাসের বাতাবরন তৈরি করছে। তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে এসবের মোকাবিলা করবে। দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি স্থাপন করে জঙ্গলমহলের মানুষকে স্বস্তি এনে দিয়েছে। দলের কর্মীরা তা নষ্ট হতে দেবে না। জনস্বার্থ বিরোধী কাজ করা কেন্দ্রের বিজেপিকে এখান থেকে উৎখাত করে জঙ্গলমহলের শান্তির ধারা অক্ষুন্ন রাখার আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের নেতারা।

রবিবার বিকেলে শালবনীর ভীমপুরে বিজেপির সন্ত্রাস ও তাদের জনস্বার্থ নীতির বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেসের এক জন্সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের নেতা-বিধায়ক সকলেই এক সুরে বিজেপিকে উৎখাতের দাক দেন। শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাত বলেন, “মাত্র কয়েকটি আসন জিতে বিজেপি শালবনী, গোয়ালতোড় সহ বেশ কয়েকটি এলাকায় তৃণমূল কর্মীদের ধরে ধরে মারছে। তাদের উপর সন্ত্রাস কায়েম করছে। আমরা এসব বরদাস্ত কতবে না। রাজনৌতিকভাবে এর উপযুক্ত জবাব দেব।মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে যে শান্তি স্থাপন করেছেন তা অক্ষুন্ন রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।” সন্ত্রাস সৃষ্টিকারী বিজেপিকে এখান থেকে হটালে তিনি এদিন সকলের কাছে আহ্বান জানান।

একই সুর শোনা যায় তৃণমূল যুব কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ সিংহের গলাতেও। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “নরেন্দ্র মোদির সরকার দেশের মানুষের উন্নয়নে কোনও কাজ তো করেইনি উল্টে মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছেন। আচ্ছে দিনের বদলে মানুষ এখন অসহায় বোধ করছে। দ্রব্যমূল্যের দাম যে হারে বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে।” এই বিজেপি সরকারকে ২০১৯-এই ফিনিশ করে দেওয়ার প্রক্রিয়া আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

এদিনের সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম বেরা, অঞ্জনা মাহাতো, সলিল সাহা প্রমুখ।

Published on: সেপ্টে ৯, ২০১৮ @ ২৩:০০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 − = 22