লোকসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট, শুরু ১৯ এপ্রিল, ফল ৪ জুন

Main দেশ রাজ্য লোকসভা ভোট ২০২৪
শেয়ার করুন

Published on: মার্চ ১৬, ২০২৪ at ১৭:৩০
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৬ মার্চ: লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল আজ জাতীয় নির্বাচন কমিশন। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ড. সুখবীর সিং সান্ধুকে পাশে নিয়ে লোকসভা ভোট ২০২৪-এর দিন ঘোষণা করেন। মোট সাত দফাতেই হবে ভোট গ্রহণ। প্রথম দফার ভোটগ্রহণ শুরু ১৯ এপ্রিল এবং শেষ দফা অর্থাৎ সপ্তম দফার ভোটগ্রহণ হবে ১ জুন। ফলাফল প্রকাশিত হবে ৪ জুন। মোট ৫৪৩টি লোকসভা আসনে নির্বাচন হবে। এবার সারা দেশে মোট ভোটার ৯৬.৮ কোটি।

সাত দিন ধরে ভোট হবে মোট তিনটি রাজ্যে- উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ। পাঁচ দিন ধরে ভোট হবে মহারাষ্ট্র ও জম্মু ও কাশ্মীর। চার দিন ধরে ভোট হবে ওড়িশা, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড। তিন দিন ধরে ভোট নেওয়া হবে ছত্তিশগড় ও আসামে। দুই দিন ধরে ভোট হবে কর্ণাটক, রাজস্থান, মণিপুর ও ত্রিপুরা। তবে এক দিন ভোট হবে মোট ২২টি রাজ্যে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল- অরুণাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর আইল্যান্ড, অন্ধ্রপ্রদেশ, চন্ডীগড়,  দাদরা নগর ও হাভেলি, দিল্লি, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, হরিয়ানা, কেরালা, লাক্ষাদ্বীপ, লাদাখ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, পুডুচেরী, সিকিম, তামিলনাড়ু, পাঞ্জাব, তেলেঙ্গানা ও উত্তরাখণ্ড।

  • প্রথম দফার ভোটগ্রহণ ১৯ এপ্রিল, শুক্রবার
  • দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২৬ এপ্রিল, শুক্রবার
  • তৃতীয় দফার ভোটগ্রহণ ৭ মে, মঙ্গলবার
  • চতুর্থ দফার ভোটগ্রহণ ১৩ মে, সোমবার
  • পঞ্চম দফার ভোটগ্রহণ ২০ মে, সোমবার
  • ষষ্ঠ দফার ভোটগ্রহণ ২৫ মে, শনিবার এবং
  • সপ্তম দফার ভোটগ্রহণ ১ জুন, শনিবার।

ভোটগণনা ও ফলাফল প্রকাশ হবে ৪ জুন, ২০২৪।

প্রথম দফায় ২১টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ১০২টি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ১৩টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৮৯টি আসনে ভোট হবে। তৃতীয় দফায় ১২ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৯৪টি আসনে ভোট হবে। চতুর্থ দফায় ১০টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মোট  ৯৬টি আসনে ভোট হবে। পঞ্চম দফায় ৮টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৪৯টি আসনে ভোট হবে। ষষ্ঠ দফায় ৭টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে ভোট হবে। সপ্তম দফায় আটটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে ভোট নেওয়া হবে।

Published on: মার্চ ১৬, ২০২৪ at ১৭:৩০


শেয়ার করুন