চেয়ার আম্প্যায়ারকে ‘চোর’ বলে মেজাজ হারালেন সেরেন, জাপানের ওসাকা হলেন নতুন ইউএস চ্যাম্পিয়ন

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ৯, ২০১৮ @ ১১:৪৯

এসপিটি স্পোর্টস ডেস্কঃ এভাবে ম্যাচটি শেষ তা কেউ ভাবতে পারেননি। রীতিমতো নাটক হয়ে গেল ইউএস ওপেনের মেয়েদের ফাইনাল ম্যাচ ঘিরে। নাওমি ওসাকা প্রথম জাপানিজ মহিলা হিসেবে ইউএস ওপেন জেতার সম্মান অর্জন করলেন। শনিবার সেরেনা উইলিয়ামসকে ৬-২, ৬-৪ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে খেতাব জিতে নেন।

সেকেন্ড সেটের গেম চলার সময় চেয়ার আম্প্যায়ার কার্লোস র‍্যামোস সেরেনাকে সতর্ক করে দেন। সেই সময় সেরেনা মেজাজ হারিয়ে তাকে “চোর” বলে বসেন। এই সময় আম্প্যায়ার সেরেনার বিরুদ্ধে পেনাল্টি দেন।

সেরেনে বলেন, “আপনি আমার চরিত্র নিয়ে আক্রমণ করেছেন। আপনি ভবিস্যতে কোঠায় এমনটা করবেন না। এর ফলে আম্প্যায়ার ফের তার বিরুদ্ধে পেনাল্টি দেন। ওসাকা পরের গেম জিতে যান।

সেরেনা অবশ্য ওসাকার খেলার প্রশংসাই করেছে। তিনি বলেন, ওসাকা আজ খুব ভালো খেলেছে। এটা পোর প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব। ওসাকাও সেরেনার ব্যাপারে বলতে গিয়ে জানান,”আমার সবসময় স্বপ্ন যে আমি সেরেনার বিরুদ্ধে ইউএস ওপেন ফাইনাল খেলি। আজ তা পূরন হয়েছে। আমি খেতাব জিতেছি। তাও আমার প্রিয় খেলোয়াড় সেরেনাকে হারিয়ে।আমি এজন্য তাকে ধন্যবাদ জানাতে চাই।”

Published on: সেপ্টে ৯, ২০১৮ @ ১১:৪৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

76 − 70 =