কাশী বিশ্বনাথের মন্দির বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, ‘রেড অ্যালার্ট’ জারি

দেশ
শেয়ার করুন

Published on: মে ৬, ২০১৮ @ ২২:৩৪

এসপিটি নিউজ ডেস্কঃ আচমকা এক হুমিকির চিঠি নড়িয়ে দিয়েছে গোটা মন্দির নগরী। কাশী বিশ্বনাথের মন্দির, মথুরা, বৃন্দাবন, গোরক্ষপুর, অযোধ্যার মন্দিরকে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক চিঠি সাটিয়ে দিএয়ে গেছে আতঙ্কবাদীরা। রবিবার সকালে এই চিঠি প্রথম চোখে পড়ে এক দুঢোয়ালির। সে দেখে মথুরায় মালগুদাম রোডে জিআরপি ব্যারাকের দেওইয়ালে এই চিঠি কে বা কারা আটকে দিয়ে গেছে।

এই চিঠির খবর চাউর হয়তেই চারিদিকে শরগোল পড়ে যায়। ‘রেড অ্যালার্ট’ জারি করা হয় সংশ্লিষ্ট এলাকায়। চিঠিতে হুমকি দিয়ে বলা হয়েছে ১২ মে কাশী বিশ্বনাথ, ১৩ মে বাকি জায়গায় বোম মেরে উড়িয়ে দেওয়া হবে।

পুলিশ সুপার জ্ঞান্যাপি শৈলেন্দ্র রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই খবর পাওয়া মাত্রি কাশী বিশ্বনাথ মন্দির এলাকাকে পুলিশি নিরাপত্তায় ঘিরে দেওয়া হয়েছে। পীওসি ও সিআরপিএফ জওয়ান্দেরও সতর্ক করে দেওয়া হয়েছে। সুফিয়া বিভাগও বিশেষ নজরদারি শুরু করেছে। ললিতাঘাটে অবস্থিত পশুপতিনাথ মন্দিরেও নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। সাদ্গারণ মানুষকে সন্দেহজনক ব্যক্তি দেখলেই পুলিশকে খবর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Published on: মে ৬, ২০১৮ @ ২২:৩৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 13 =