মুকেশ-নীতা আম্বানির মেয়ে ইশার বিয়ে, পাত্র কে জানেন

দেশ
শেয়ার করুন

Published on: মে ৬, ২০১৮ @ ২০:৫৮

এসপিটি নিউজ ডেস্কঃ বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি রিলায়েন্স গ্রপের মালিক মুকেশ আম্বানির একমাত্র মেয়ে ইশা আম্বানির বিয়ে ঠিক হয়েছে।ডিসেম্বরেই হবে এই বিয়ে। আর পাত্র ঠিক হয়েছে পীরামল গ্রুপের মালিক অজয় পীরামলের ছেলে আনন্দ পীরামল। যিনি আবার পীরামল এন্টারপ্রাইজের এক্সিকিউটিভ।

মুকেশ আম্বানির মেয়ে ইশা রিলায়েন্স জিও ও রিলায়েন্স রিটেইল কোম্পানির বোর্ডে আছেন। শিক্ষাগত দিক থেকেও সম্মানজনক স্থানে আছেন ইশা। ইয়েল ইউনিভার্সিটি থেকে সাইকোলজি এবং সাউথ এশিয়ান স্টাডিজ থেকে ব্যাচেলর ডিগ্রি লাভ করেছেন। স্টেনফোর্ড থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামেও মাস্টার্স করেছেন এই শিল্পপতি কন্যা।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ইশা আর আনন্দের মধ্যে অনেক আগে থেকেই পরিচয়। চোট থেকে তারা পরস্পরকে জানে। এজন্য দুই পরিবারকে আলাদা করে কথা বলতে হয়নি। আনন্দ আর ইশাই নিজেদের পছন্দ করে নিয়েছে। তাছাড়া দুই পরিবারের মধ্যে চার দশকের সম্পর্ক। সূত্রের খবর, মহাবালেশ্বরের মন্দিরেই ইশাকে প্রপোজ করেছিলেন আনন্দ। এরপর দুই পরিবার লাঞ্চ সারে। যেখানে দুই পরিবারের সকলেই হাজির ছিলেন। ছিলেন ইশার বাবা মুকেশ আম্বানি, মা নীতা আম্বানি, দাদা আকাশ আম্বানি। আনন্দের বাবা অজয় পীরামল, মা স্বাতী পীরামল, বোন নন্দিনী সহ অন্যরা।

তবে জেনে নেওয়া দরকার ইশার বিয়ে কোন পরিবারে হতে যাচ্ছে। তাঁর হবু স্বামী আনন্দ কিংবা শ্বশুর অজয় পীরামল কত বড় মাপের শিল্পপতি।

আসলে পীরামল গ্রুপের মালিক অজয় পীরামলের ছেলে আনন্দ পীরামল ২০১২ সালে পীরামল রিয়েলটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। অজয় পীরামল ভারতের শীর্ষ স্থানীয় শিল্পপতিদের মধ্যে অন্যতম। যাকে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মঞ্চে দেখা গেছে। অজয় পীরামল পীরামল এন্টারপ্রাইজের চেয়ারপার্সেন, সেই সঙ্গে তিনি কোম্পানির ফার্মা, হেলথকেয়ার ও ফাইন্যান্স সার্ভিস নিয়ে কাজ করছেন।পীরামল নিজেদের পারিবারিক টেক্সটাইল বিজনেস ছেড়ে দিয়ে ফার্মা নিয়ে কাজ শুরু করেন। তিনি ২২ বছর বয়সে ১৯৭৭ সালেই নিজের পরিবারের ব্যবসা থেকে আলাদা হয়ে গেছিলেন। ফোবর্সের সূত্র অনুসারে ভারতে তাদের সম্পত্তির পরিমান ৪.৫বিলিয়ন ডলার। ভারতে তাদের স্থান ২২ নম্বরে। বিশ্বে তাদের স্থান ৪০৪ নম্বরে আছে।

Published on: মে ৬, ২০১৮ @ ২০:৫৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 13 =