কলকাতায় উজ্জ্বল রাজস্থানঃ ডিসি ট্রাফিক সহ তিনজন সম্বর্ধিত আরটিডিসি-র কলকাতা অফিসে, প্রশংসিত হিংলাজ

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ২৪, ২০২৩ @ ১০:৩৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৪ জুলাই: সম্প্রতি কলকাতায় রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন ( আরটিডিসি)-র অফিসে রাজস্থান সরকারের কলকাতার তথ্য ও জনসংযোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও আরটিডিসি-র পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত আধিকারিক হিংলাজ দন রত্নু কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক সহ তিন স্বনামধন্যকে সম্বর্ধিত করেন।ইতিমধ্যে হিংলাজ মুখ্যমন্ত্রী অশোক গেহলটের প্রশংসাও কুড়িয়েছেন।

সম্বর্ধিত কলকাতার ডিসি (ট্রাফিক) বিশ্বজিৎ ঘোষাল

গত শনিবার কলকাতায় রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগ ও আরটিডিসি-র কার্যালয়ে কলকাতার তথ্য ও জনসংযোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও আরটিডিসি-র ভারপ্রাপ্ত আধিকারিক হিংলাজ দন রত্নু কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) বিশ্বজিৎ ঘোষালকে বই দিয়ে সম্মানিত করেন।

সম্বর্ধিত রাজস্থানী গায়িকা মারুতি মোহতা

ওইদিনই কলকাতায় রাজস্থানের অফিসে এসেছিলেন আর এক গুণী মানুষ- রাজস্থানী সঙ্গীতের সুরেলা গায়িকা বিকানেরের মেয়ে , যিনি বর্তমানে কলকাতায় থাকেন মারুতি মোহতা। তাকে একটি শাল, কিছু সাহিত্য এবং বই দিয়ে সম্বর্ধিত করেন হিংলাজ দন রত্নু।

সম্বর্ধিত সমাজকর্মী মোহন দন রতনু

এদিন আরও এক গুনী ব্যক্তি রাজস্থানের সরপঞ্চ অ্যাসোসিয়েশন জশলমীরের চেয়ারম্যান এবং সমাজকর্মী মোহন দন রতনু কলকাতায় রাজস্থানের অফিস পরিদর্শন করেন।অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিংলাজ দন রত্নু তাকে একটি সুজস বই এবং শাল দিয়ে সম্বর্ধিত করেছেন।

চার বছর ধরে কলকাতায় রাজস্থান সরকারের দায়িত্ব সামলাচ্ছেন হিংলাজ

গত চার বছর ধরে কলকাতায় রাজস্থান সরকারের দেওয়া কাজ দায়িত্বের সঙ্গে সামলাচ্ছেন হিংলাজ দন রত্নু। করোনার সময়েও তিনি তার দায়িত্ব থেকে সরে যাননি। গণেশ চন্দ্র অ্যাভেনিউতে একটি ছোট্ট ঘরে বসে তিনি আরটিডিসি-র দায়িত্ব সামলেছেন। যেখানে মানুষজনের বসার জায়গাও ছিল না। কিন্তু সব সমস্যাকে হাসি মুখে এবং নিজের কর্মকুশলতা দিয়ে সামলে গিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নির্দেশে কলজকাতায় প্রবাসী রাজস্থানী ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক করতে এসেছিলেন রাজস্থান সরকারের আধিকারিক ধীরাজ শ্রীবাস্তব। গোটা বিষয়টি তিনি নিজের চোখে দেখেন। এরপর মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নির্দেশে কলকাতায় রাজস্থান সরকারের পুরনো অফিসটিকে নতুন করে মেরামত করা হয়। হিংলাজ দন রত্নুকেও রাজস্থান সরকারের কলকাতার তথ্য ও জনসংযোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

কলকাতায় রাজস্থানের সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছেন বিকানেরের কৃতী সন্তান

বর্তমানে হিংলাজ দন রত্নু সেই দায়িত্ব অত্যন্ত সাফল্যের সঙ্গে সামলে চলেছেন। গত বছর আরটিডিসি-র কলকাতা অফিস থেকে সারা দেশের মধ্যে সব চেয়ে বেশি ব্যবসা দেওয়ার এক অনন্য নজির সৃষ্টি করেছেন বিকানেরের এক বর্ধিষ্ণু পরিবারের কৃতী সন্তান হিংলাজ দন রত্নু। বর্তমানে কলকাতায় তিনি প্রতি দিনই বাংলার সঙ্গে রাজস্থানের এক সু-মেলবন্ধন ঘটিয়ে চলেছেন।প্রতিদিনই কলকাতায় রাজস্থানের অফিসে গুনীজনের আগমন হচ্ছে। আর হিংলাজ দন রত্নু তাদের রাজস্থানের বই, সাহিত্য দিয়ে সম্বর্ধিত করে রাজস্থানের সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছেন।

মুখ্যমন্ত্রীর সুনজরে হিংলাজ দন রত্নু

সম্প্রতি রাজস্থানের মুখমন্ত্রী অশোক গেহলট তার ট্যুইটার হ্যান্ডেলে – হিংলাজ দন রত্নু যেভাবে দেশের সাংস্কৃতিক রাজধানীতে রাজস্থানী শিল্প, সংস্কৃতি এবং পর্যটন ছড়িয়ে দিচ্ছেন তার ভূয়সী প্রশংসা করেছেন। এটা হিংলাজ দন রত্নুর কাছে এক বিশেষ প্রাপ্তি।

আসলে যিনি অপরকে সম্মান দেন সম্মান তো তিনিই পান।

Published on: জুলা ২৪, ২০২৩ @ ১০:৩৯


শেয়ার করুন