
সংবাদদাতা– কৃষ্ণা দাস
Published on: অক্টো ৩, ২০১৮ @ ২৩:৩৪
এসপিটি মিউজ, শিলিগুড়ি, ৩অক্টোবরঃ রোজকার মতো তাঁরা এদিনও এসেছিলেন চা-বাগানে কাজ করতে। আর তখনই কান্নার আওয়াজ পেয়ে এগিয়ে যান। কাছে যেতেই তারা দেখেন-নালায় পড়ে আছে দুটি ‘ব্যাঘ্র’ শাবক।
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের জ্বালাস নিজাম তারা পঞ্চায়েতের ভেলকু চা বাগানে এই ঘটকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।কারণ, শাবক দুটিকে বন দফতর উদ্ধার করে নিয়ে গেছে। চা-শ্রমিকদের ভয়-এবার মা চিতা বাঘটি এসে তার বাচ্চাদের দেখতে না পেয়ে যদি ক্ষিপ্ত হয়ে ওঠে তখন কি হবে?
আসলে চা-বাগানের শ্রমিকরা শাবক দুটির কান্নার আওয়াজ পেয়ে দুটি বাচ্চাকে উদ্ধার করে চা-বাগানের গাছের পাশে এনে রাখে। কারণ বাচ্চা দুটি নালা থেকে উঠতে চাইছিল।কিন্তু তারা এত ছোট কোনওভাবেই তারা উঠতে পারছিল না। তাই তারা তাদের সাহায্য করে বন দফতরকে খবর দেয়। তারা এসে শাবক দুটিকে উদ্ধার করে নিয়ে যায়।
পরে সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর বন দফতর নিশ্চিত হয়- শাবক দুটি চিতা বাঘের নয়, বন বিড়ালের শাবক।
Published on: অক্টো ৩, ২০১৮ @ ২৩:৩৪