ভোট গণনাকেন্দ্রে এই হনুমানের ‘প্রবেশ’ আটকাতে পারল না নিরাপত্তারক্ষীরা

রাজ্য
শেয়ার করুন

Published on: মে ১৭, ২০১৮ @ ১৪:৩০

এসপিটি নিউজ, জলপাইগুড়ি, ১৭মেঃ নিরাপত্তারক্ষীরা সবাইকে রুখতে পারলেও এক হনুমানের ‘প্রবেশ’ আটকাতে পারল না। জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায় এমন ঘটনা নিয়ে হুলস্থূল পড়ে যায়। দেখা যায় হনুমানটি ভিতরে ঢুকে একেবারে উঁচুতে একটি বাঁশের উপর বসে গণনার কাজ দেখছিল।

মালবাজার শুভাষিনী গার্লস হাইস্কুলে পঞ্চায়েত ভোটের গণনার কাজ চলছে। বৃহস্পতিবার সকালে ভোট গণনা শুরু হতেই দেখা যায় এক পূর্ণবয়স্ক হনুমান ভিতরে ঢুকে পড়ে। লোকজন যখন তাকে দেখে হইচই শুরু করে তখন হনুমানটি নিরাপদ জায়গা বেছে নেয়। সে সোজা উঠে যায় একেবারে উপর একটি বাঁশের মাথায়।

সবাই মজা করে বলতে শুরু করে- হনুমান এবার উপরে বসে ভোটগণনা ঠিকভাবে হচ্ছে কিনা তার তদারকি করছে। কিছু সময় পর সে অবশ্য ওই জায়গা থেকে সরে যায়। ছবি-জি ২৪ ঘণ্টা

Published on: মে ১৭, ২০১৮ @ ১৪:৩০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 71 = 77