কলকাতা বিমানবন্দরে ফের বিমান পরিষেবা চালু

Main দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ২৭, ২০২১ @ ১১:১৭

এসপিটি নিউজ, কলকাতা, ২৭ মেঃ ঘূর্ণিঝড় ইয়াসের জেরে গতকাল সকাল সাড়ে আট থেকে রাত সাড়ে আটটা পরযন্ত বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। বিপর্যয় সরে যেতেই পুনরায় কলকাতা বিমানবন্দরে ফের পরিষেবা চালু করা হল।

কলকাতা বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে যে গতকাল ঘূর্ণিঝড় ইয়াসের জন্য বিমান পরিষেবা ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। দুর্যোগ কেটে যাওয়ার পর বিমানবন্দর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেই মতো রাত সাতটা ৪৪ মিনিট নাগাদ আমেদাবাদ থেকে IndiGo6E 135 প্রথম উড়ান অবতরণ করে। এরপর রাত আটতা ৩৮ মিনিট নাগাদ IndiGo 6E 674 উড়ান কলকাতা বিমানবন্দর থেকে প্রথম যাত্রা করে।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যাত্রীদের বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।

Published on: মে ২৭, ২০২১ @ ১১:১৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 2