চার্টার্ড উড়ানে সদলবলে দিল্লি পৌঁছলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৩০, ২০২১ @ ১৯:০৯

এসপিটি নিউজ:   অবশেষে সব প্রতীক্ষার অবসান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকে সাড়া দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন সহকর্মীদের নিয়ে বিশেষ বিমানে পৌঁছলেন দিল্লি। সঙ্গে তৃণমূল ছেড়ে আসা প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন ডা. রথীন চক্রবর্তী, রানাঘাটের এক তৃণমূল নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ।

তাদের নিয়ে দিল্লি পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। দিল্লি যাওয়ার আগে সংবাদ মাধ্যমের কাছে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন- বাংলায় উন্নয়ন হয়েছে। তবে আরও হওয়া দরকার।নোংরা রাজনীতির বিপক্ষে আমি। আমি চাই বাংলার উন্নয়ন। আঁচল পেতে অমিশাহজির কাছে বাংলার জন্য দরবার করবো।

এর আগে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন- গতকাল দল ছাড়ার পরই তাঁর কাছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ফোন আসে। সেখানে অমিট শের সঙ্গে কথা হয়। তাঁর মতো মানুষ আমাকে ফোন করে বলেছেন, তুমি আমার কাছে স্পেশাল। তোমার জন্য আমি স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছি। তখন আমি তাঁকে জানাই যে আমার সংগে আরও অনেকে যাবেন। জবাবে অমিতজি জানান যে তোমরা দিল্লিতে আসো, বৈঠকে যোগ দাও। ভালো লাগলে যোগ দিও।

তৃণমূলের আর এক প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, রাজ্যের তৃণমূলের বিক্লপ তৈরি হয়ে গেছে। আমরা দিল্লি যাচ্ছি। বৈশালী ডালমিয়া বলেন- তৃণমূলে সম্মান নেই। অথচ বিজেপি এত বড় পার্টি হওয়া সত্ত্বেও আমাদের মতো মানুষদের জন্য স্পেশাল ফ্লাইট পাঠিয়ে দিল্লি নিয়ে যাচ্ছে। এই পার্টী পারবে বাংলাকে সোনার বাংলা গড়তে।

Published on: জানু ৩০, ২০২১ @ ১৯:০৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 1