সিমলায় বরফ পড়তেই হোটেল বুকিং এক লাফে বেড়ে গেল

দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: ডিসে ১২, ২০১৮ @ ২৩:৫১

এসপিটি নিউজ, সিমলা, ১২ ডিসেম্বরঃ বরফপাত শুরু হতেই হিমাচল প্রদেশে হোটেল ব্যবসা ফুলে ফেপে উঠতে শুরু করেছে। বুধবারই সিমলা, মানালি সহ অন্য পাহাড়ি এলাকায় পর্যটন নিগম এবং বেসরকারি হোটেলে বুকিং অনেকটাই বেড়ে গিয়েছে।গত কয়েকদিন ধরে সিমলা, কুলু এবং মানালিতে ষাট শতাংশ ভর্তি ছিল সেটা বুধবার বরফ পড়া শুরু হতেই ৫০ শতাংশ বেড়ে গিয়েছে।এমনটা চলতে থাকলে সিমলা, কুলু এবং মানালি সহ অন্য পাহাড়ি এলাকায় হোটেলগুলি ৮০ শতাংশ পূরণ হয়ে যাবে।

এর আগে বৃষ্টির জন্য হোটেল ব্যবসা মুখ থুবড়ে পড়েছিল কিন্তু এবার ডিসেম্বরে বরফ পড়তেই হোটেল মালিকরা লাভের মুখ দেখতে শুরু করেছেন। হিমাচল প্রদেশে তিন হাজারের বেশি হোটেল আছে। যার মধ্যে পর্যটন নিগমের ৫৭টি হোটেল এবং ১২টি ক্যাফেটেরিয়া আছে।

বুধবার সকাল থেকেই সিমলায় বরফ পড়তে শুরু করেছে। দিল্লি, চন্ডীগড়, হরিয়ানা এবং পাঞ্জাবের পর্যটকদের আসা শুরু হয়েছে। এদিন বেলা দশটা থেকেই সিমলার রিজ ময়দান এবং কুফরিতে পর্যটকদের আধিক্য বাড়তে শুরু করে।

এদিন সকাল থেকেই হোটেল গুলিতে বুকিং শুরু হয়েছে। বরফ পড়ার ফলে হোটেলগুলিতে ৮০ শতাংশ বুকিং বেড়ে গেছে।

Published on: ডিসে ১২, ২০১৮ @ ২৩:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 29 = 35