রবিবারের জন্য নির্ধারিত প্রায় ১৩০০ দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।
Published on: মার্চ ২০, ২০২০ @ ২৩:৫৭
এসপিটি নিউজ ডেস্ক: রেলওয়ে রবিবার সকাল 4 টা থেকে রাত 10 টা পর্যন্ত সমস্ত এক্সপ্রেস / মেল ট্রেন চলাচল বন্ধ রাখবে। মুম্বই, চেন্নাই, কলকাতা এবং সেকান্দারাবাদে শহরতলির সমস্ত ট্রেন চলাচলও ন্যূনতম করা হবে, রেলওয়ের এক শীর্ষ কর্মকর্তা এমনটাই জানিয়েছেন।
যাত্রীদের ট্রেন শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত 10 টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে ইতিমধ্যে চলমান ট্রেনগুলিকে তাদের গন্তব্যে পৌঁছনোর অনুমতি দেওয়া হবে।
রবিবারের জন্য নির্ধারিত প্রায় ১৩০০ দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। আরও 2400 যাত্রীবাহী ট্রেন বাতিল রয়েছে বলে এই কর্মকর্তা জানিয়েছেন।
এই ট্রেন থেকে এনরুট স্টেশনে যাত্রী এবং স্টেশনে থাকতে চেয়ে আসা যাত্রীদের অতিরিক্ত জনাকীর্ণ পরিস্থিতি তৈরি না করে স্টেশন চত্বর এবং ওয়েটিং রুমে থাকতে দেওয়া হবে, ” বলেন এই কর্মকর্তা।
এখন অবধি, করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমাবদ্ধ করার জন্য ভারতীয় রেলপথ 245 ট্রেন বাতিল করেছে।
Published on: মার্চ ২০, ২০২০ @ ২৩:৫৭