আকাশ ঠিক থাকলে চন্দ্রগ্রহণের দিন পরিষ্কার দেখা যাবে মঙ্গল গ্রহ, মিলবে এক দুর্লভ সুযোগ

দেশ
শেয়ার করুন

Published on: জুলা ২২, ২০১৮ @ ২৩:৪৫

এসপিটি নিউজ ডেস্কঃ আগামী ২৭শে জুলাই গুরুপূর্ণিমা। ওইদিন আবার চন্দ্রগ্রহণ। ২০১৮ সালের এই চন্দ্রগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে এবার। কারণ, ওইদিন পৃঠিবীর খুব কাছে চলে আসবে মঙ্গল গ্রহ। তাই সেদিন যদি আকাশ পরিষ্কার থাকে তবে তবে মঙ্গল গ্রহ দেখার এক দুর্লভ সুযোগ মিলতে পারে।জ্যোতির্বিজ্ঞানীরা অধীর আগ্রহে সেদিকে চেয়ে আছে। যেহেতু আমাদের এখানে এখন বর্ষা শুরু হয়েছে তাই আকাশ কতটা ঠিক থাকবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এর আগে ১৫ বছর আগে মঙ্গল পৃথিবির কাছে এসেছিল।

এইদিন এই ঘটনার জেরে মহাকাশ বিজ্ঞানের নতুন সম্ভবনার দরজা খুলে যেতে পারে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা।হিন্দুস্তান পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে ২৭ তারিখের চন্দ্রগ্রহণ আমাদের সকলের কাছে অত্যন্ত রোমঞ্চকর হতে চলেছে। এবার এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তখনই হয় যখন চাঁদ, পৃথিবী আর সূর্য একই লাইনে চলে আসে। তিনজন যখন এক রেখায় অবস্থান করে এবং পৃথিবীর পিছনে চাঁদ থাকে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। এরপর চাঁদ যখন পৃথিবীর ছায়া থেকে বেরিয়ে আসতে শুরু করে তখন চাঁদকে হালকা লাল রঙের দেখায়। যাকে বিজ্ঞানে “ব্লাড মুন” বলা হয়ে থাকে।

২৭শে জুলাই চন্দ্রগ্রহণ এ বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। ৩১ জানুয়ারি এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। সেদিনের চন্দ্রগ্রহণ ৩ ঘণ্টা ২৩মিনিট পর্যন্ত চলেছিল। সেই চন্দ্রগ্রহণকে বৈজ্ঞানিকরা “ব্লগ মুন” বা “সুপার মুন” নাম দিয়েছিল।

এক নজরে ২৭শে জুলাই-এর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের প্রয়োজনীয় তথ্য

চন্দ্রগ্রহণের তারিখ-২৭শে জুলাই ২০১৮, শুক্রবার

গ্রহণ শুরু-রাত ১১টা ৫৪মিনিট

মোক্ষ কাল-রাত ৩টে ৪৯মিনিট

Published on: জুলা ২২, ২০১৮ @ ২৩:৪৫

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 4